কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্যের বিরুদ্ধে কমিশনে বামেরা
কলকাতা-সহ রাজ্যে বেশ কয়েকটি এলাকায় ইতিমধ্যে বাহিনী টহল দিয়েছে।
নিজস্ব প্রতিবেদন: লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তাদের নিরাপত্তায় অবাধ ও শান্তিপূর্ণ হবে ভোট প্রক্রিয়া। গত বছর পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই এই দাবি করে আসছিলেন বিজেপির নেতারা।
অন্যদিকে বিরোধীদের অন্য একটি অংশ বারবার অভিযোগ করছিল যে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণ করবে রাজ্য সরকার। তাই রাজ্যের শাসক দল কেন্দ্রীয় বাহিনীকে নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করবে। ভুল পথে চালিত করবে।
এই অভিযোগ নিয়েই কার্যত নির্বাচন কমিশনের রাজ্য দফতরে হাজির হল বামেরা। সিপিএমের নেতা রবীন দেব মঙ্গলবার এদিন এই অভিযোগ নিয়েই নির্বাচন কমিশনে গিয়েছিলেন।
আরও পড়ুন: ভুয়ো ভোটার রুখতে তত্পর, এবার নতুন তালিকা সংযোজন করল কমিশন
পরে তিনি জানান, কেন্দ্রীয় বাহিনীকে ঠিক মতো ব্যবহার করা হচ্ছে না। প্রশাসন ঠিক মতো কাজ করছে না। নির্বাচনকে প্রভাবিত করতে পারেন, এমন অফিসাররা এখনও ভোট প্রক্রিয়ায় জড়িত। তাঁদের সরিয়ে দেওয়া হোক নির্বাচনী প্রক্রিয়া থেকে। তাঁর দাবি, অবিলম্বে এই অভিযোগগুলি নিয়ে ব্যবস্থা নিক কমিশন।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচন ঘোষণা হয়েছে গত ১০ মার্চ। এবার সাত দফায় নির্বাচন। পশ্চিমবঙ্গেও সাত দফায় নির্বাচন হবে। নির্বাচনে নিরাপত্তার জন্য ইতিমধ্যে কয়েক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে বাংলায়।
আরও পড়ুন: স্পেশাল ডিউটিতে ক'জন IAS-IPS? নবান্নের কাছে তালিকা তলব কমিশনের
কলকাতা-সহ রাজ্যে বেশ কয়েকটি এলাকায় ইতিমধ্যে বাহিনী টহল দিয়েছে। হোটেলগুলিতে তল্লাশি চালিয়েছে। সাধারণ মানুষের সঙ্গে কথাও বলতে দেখা গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।