রাস্তা নিয়ে ৭ দফা নির্দেশিকা জারি কলকাতা পুলিসের
পুজোর সময় যানজট এড়াতে সাহায্য করবে এই গাইড।
নিজস্ব প্রতিবেদন: কলকাতা পুলিশের তরফে প্রকাশিত হল পুজোর রোড গাইড। পুজোর সময় যানজট এড়াতে সাহায্য করবে এই গাইড। যাঁরা ঠাকুর আনতে কুমোরটুলি আসবেন এবং সেখান থেকে প্রতিমা নিয়ে শহরের বিভিন্ন দিকে ছড়িয়ে যাবেন, তাঁরা আর এ বার নিজেদের খুশি মতো রুট ধরতে পারবেন না।
কিন্তু এ নিয়ে যাতে কোনও ভুল বোঝাবুঝি না হয়, তাই ৭ দফা নির্দেশিকা জারি করল কলকাতা পুলিস।
যেমন-- প্রতিমা আনতে ব্যবহার করতে হবে নির্দিষ্ট রুটই। কুমোরটুলি পৌঁছতে যে ৩টি রাস্তা ব্যবহার করতে হবে, সেগুলি হল-- যতীন্দ্রমোহন অ্যাভিনিউ, রাজা নবকৃষ্ণ স্ট্রিট এবং অরবিন্দ সরণি।
তবে কুমোরটুলি থেকে ফিরতে হবে ৩টি আলাদা রাস্তা ধরে। সেগুলি হল-- বাগবাজার স্ট্রিট, টালা, স্ট্র্যান্ড রোড।
এই সময়পর্বে পণ্যবাহী গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে অন্য রুটে। পণ্যবাহী গাড়ি যাবে স্ট্র্যান্ড রোড, নিমতলা ঘাট স্ট্রিট, বি কে পাল অ্যাভিনিউ, যতীন্দ্রমোহন অ্যাভিনিউ, গিরিশ অ্যাভিনিউ ধরে।
এই সময়ে স্ট্র্যান্ড রোডে গাড়িও রাখা যাবে না।
শোভাবাজার স্ট্রিট ডিসি ব্যানার্জি রোড পর্যন্ত কোনও পার্কিং নয়।
প্রতিমাবাহী গাড়ি রাখতে হবে রবীন্দ্র সরণির পশ্চিম দিকে।
কালীঘাট রোডে শুধু প্রতিমাবাহী গাড়িই ঢুকবে।
আশা করা যায়, এই নির্দেশিকাগুলি পুজো উদ্যোক্তারা এবং সাধারণ মানুষ মেনে চললে শহরের রাস্তা যানজট মুক্তই থাকবে। পুজোর সময়ে শহরের রাস্তা দেখে নাভিশ্বাস উঠবে না শহরবাসীর।
আরও পড়ুন: পুজোর সময় ছুটি বাতিল! কাজ করতে হবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের