চার মাস ধরে পেনশন বন্ধ পরিবহণ নিগমের অবসরপ্রাপ্ত কর্মীদের

পুজো আসছে। বাঙালীর আনন্দ উত্‍সবকে বরণ করার তোড়জোড় শুরু হয়েছে ঘরে ঘরে। কিন্তু জীবন সায়াহ্নে পৌঁছে পুজোর মুখে পেনশনের সামান্য কটা টাকাও পাচ্ছেন না রাজ্য সরকারের অধীনে থাকা পাঁচটি রাষ্ট্রায়ত্ত্ব পরিবহণ নিগমের কয়েক হাজার অবসরপ্রাপ্ত কর্মী। চার মাস ধরে তাঁদের পেনশন বন্ধ রয়েছে। ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর হঠাত্‍ করেই অনিশ্চিত ও অনিয়মিত হয়ে পড়ে রাষ্ট্রায়ত্ত্ব পরিবহণ সংস্থার কর্মী, অবসরপ্রাপ্তদের বেতন এবং পেনশন।

Updated By: Oct 8, 2012, 04:47 PM IST

পুজো আসছে। বাঙালীর আনন্দ উত্‍সবকে বরণ করার তোড়জোড় শুরু হয়েছে ঘরে ঘরে। কিন্তু জীবন সায়াহ্নে পৌঁছে পুজোর মুখে পেনশনের সামান্য কটা টাকাও পাচ্ছেন না রাজ্য সরকারের অধীনে থাকা পাঁচটি রাষ্ট্রায়ত্ত্ব পরিবহণ নিগমের কয়েক হাজার অবসরপ্রাপ্ত কর্মী। চার মাস ধরে তাঁদের পেনশন বন্ধ রয়েছে। ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর হঠাত্‍ করেই অনিশ্চিত ও অনিয়মিত হয়ে পড়ে রাষ্ট্রায়ত্ত্ব পরিবহণ সংস্থার কর্মী, অবসরপ্রাপ্তদের বেতন এবং পেনশন।
পরিবহণমন্ত্রীর দাবি, এই সব সংস্থায় প্রচুর ভুয়ো কর্মী রয়েছেন। তাঁদের যতদিন পর্যন্ত চিহ্নিত করা সম্ভবপর না হচ্ছে ততদিন পেনশনের ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারবে না রাজ্য সরকার। তার সঙ্গে রাজ্যের কোষাগারে আর্থিক দুরবস্থার কথাও বলা হচ্ছে বারবার। সবমিলিয়ে চরম অনিশ্চয়তায় অবসরপ্রাপ্ত এই সরকারি কর্মীরা।   

.