রেড রোডে অসুস্থ মহিলা পুলিসকর্মীর সাহায্যে এগিয়ে এলেন খোদ মুখ্যমন্ত্রী

Updated By: Aug 15, 2017, 05:50 PM IST
রেড রোডে অসুস্থ মহিলা পুলিসকর্মীর সাহায্যে এগিয়ে এলেন খোদ মুখ্যমন্ত্রী

ব্যুরো: ৭১তম স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠানে রঙিন রেড রোড। অনুষ্ঠান তখন প্রায় শেষের দিকে। মুখ্যমন্ত্রীর  সামনে তখন পারফর্ম করছেন পুরুলিয়ার ছৌ শিল্পীরা। হঠাত্‍ই ঘটে যায় ছোট্ট একটি দুর্ঘটনা। গুরুতর অসুস্থ হয়ে পড়েন এক মহিলা পুলিসকর্মী।

মুখ্যমন্ত্রীর আসনের সামনেই কর্তব্যরত অবস্থায় ছিলেন সুস্মিতা রায়। সেন্ট্রাল ডিভিশনাল লেডি কনস্টেবলের DRO। হঠাত্‍ই অসুস্থ হয়ে পড়েন তিনি। মুখ থুবড়ে পড়ে যান। গুরুতর চোট পান তিনি। কর্তব্যরত পুলিসকর্মীরা সঙ্গে সঙ্গেই তাঁকে সাহায্যের জন্য ছুটে যান। নিজে দাঁড়িয়ে থেকে অসুস্থ পুলিসকর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করেন মুখ্যমন্ত্রী। এসএসকেএমে ভর্তি করানো হয় ওই পুলিসকর্মীকে। সান স্ট্রোকেই সুস্মিতা অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছেন চিকিত্সকরা।

.