করোনাজয়ীদের নিয়ে শহরে রিকভারি ক্লিনিক অ্যাপোলো'র

কোভিডজয়ীদের নিয়ে পরবর্তী সময়ে একটি 'ফলো-আপে'র ব্যবস্থা করার কথা ভাবল অ্যাপোলো হাসপাতাল গ্রুপ

Updated By: Oct 19, 2020, 02:39 PM IST
করোনাজয়ীদের নিয়ে শহরে রিকভারি ক্লিনিক অ্যাপোলো'র

নিজস্ব প্রতিবেদন: করোনা-মুক্তির পরেও অনেক সময়ে অনেকের ঠিক সেই অর্থে রোগ-মুক্তি মেলে না। সে দিকে নজর রেখেই এ বার কোভিডজয়ীদের নিয়ে পরবর্তী সময়ে একটি 'ফলো-আপে'র ব্যবস্থা করার কথা ভাবল অ্যাপোলো হাসপাতাল গ্রুপ। নাম দেওয়া হয়েছে 'অ্যাপোলো রিকভার ক্লিনিকস'। সেই ক্লিনিক চালু হল কলকাতায়।

করোনা নেগেটিভ হয়ে গেলেই একজন করোনা-পজিটিভ রোগী যে সব দিক থেকেই আগের মতো সুস্থ হয়ে উঠবেন, তা নয়। দেখা যাচ্ছে, তাঁরা অনেক ক্ষেত্রেই বিভিন্ন রকম অসুস্থতা বা অস্বস্তির শিকার হচ্ছেন। কোভিড-পরবর্তী সময়ে কী ভাবে তাঁরা চলবেন বা কী কী স্বাস্থ্যবিধি মেনে চলবেন তা নিয়ে একটা কর্মশালা ধাঁচেরই আয়োজন এটি। অ্যাপোলো হাসপাতাল গ্ৰুপের শাখা হাসপাতাল ছড়িয়ে আছে দেশের বড় শহরগুলিতেও। সেই সব হাসপাতালেও চালু করা হল এই রিকভারি ক্লিনিক। সেখান থেকে সহায়তা পাবেন কোভিডজয়ী রোগীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন, অ্যাপোলো গ্রুপের সিইও রানা দাশগুপ্ত, বিশিষ্ট চিকিৎসক শ্যামাশিস বন্দোপাধ্যায় ও হাসপাতালের অন্যান্য কর্তারা। ছিলেন করোনা আক্রান্ত হয়েও সেরে ওঠা মানুষজন।

আরও পড়ুন: জুলাই থেকেই গোষ্ঠী সংক্রমণ বঙ্গে! মানল কেন্দ্র

.