Traffic Fine: ট্র্যাফিক আইন ভাঙার আগে সাবধান, রাজ্যে এক ধাক্কায় কয়েকগুণ বাড়ল জরিমানার অঙ্ক

ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেলে ৫০০০ টাকা জরিমানা

Updated By: Jan 25, 2022, 08:45 PM IST
Traffic Fine: ট্র্যাফিক আইন ভাঙার আগে সাবধান, রাজ্যে এক ধাক্কায় কয়েকগুণ বাড়ল জরিমানার অঙ্ক

নিজস্ব প্রতিবেদন: এবার আর রেড লাইট ভেঙে পালিয়ে যাওয়া কিংবা পকেটে লাইসেন্স না নিয়েও কলার তুলে চলে যাওয়ার সাহস দেখাতে গিয়ে দুবার ভাববেন গাড়ি চালকরা। অনেক ক্ষেত্রে জরিমানার অঙ্ক কম হওয়ায় অনেকেই আইনের তোয়াক্কা না করেই বেরিয়ে যেতেন। এবার আর তা হচ্ছে না। কারণ জরিমানার বিপুল অঙ্ক। এক ধাক্কায় ট্র্যাফিক জরিমানার অঙ্ক অনেকটাই বাড়াল রাজ্য সরকার। 

কোন ক্ষেত্রে জরিমানার অঙ্ক কত

## ড্রাইভিং লাইসেন্স  বা সিএফ না থাকলে প্রথম বার ৫০০ টাকা। দ্বিতীয়বার ১৫০০ টাকা।

## কন্ট্রাক্ট ক্যারেজের পারমিট থাকার পরও যেতে না চাইলে ৫০০ টাকা।

## ট্রাফিক পুলিসকে ভুল তথ্য দিলে ২০০০ টাকা। 

## ট্রাফিক নির্দেশ না মানলে ২০০০ টাকা।

## ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেলে ৫০০০ টাকা।

## ড্রাইভিং লাইসেন্স রাখার অনুমতি নেই অথচ গাড়ি চালাচ্ছেন এমন ক্ষেত্রে ১০,০০০ টাকা।

## নির্দিষ্ট গতির বেশি গতিতে গাড়ি চালালে হালকা যানের ক্ষেত্রে ১০০০ টাকা। মাঝারি যানের ক্ষেত্রে ২০০০ টাকা। ভারী যানের ক্ষেত্রে ৪০০০ টাকা।

## বিপজ্জনক ভাবে গাড়ি চালনার জন্য ৫০০০ টাকা। একই অপরাধ তিন বছরের মধ্যে করলে ১০,০০০ টাকা।

আরও পড়ুন-Surajit Sengupta: সুরজিৎ সেনগুপ্তর পাশে রাজ্য সরকার, গঠিত হল মেডিক্যাল বোর্ড

## মানসিক ও শারীরিকভাবে অসুস্থ অবস্থায় গাড়ি চালালে ১০০০ টাকা।

##  রোড সেফটি, বায়ু দূষণ ও শব্দদূষণ আইন ভাঙলে ১০,০০০। চালকের লাইসেন্স ৩ মাস বাতিল।

##  আইন অনুযায়ী রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি চালালে ৫,০০০ টাকা।

## উপযুক্ত ফিটনেস সার্টিফিকেট ছাড়া গাড়ি চালালে ১০,০০০ টাকা।

## উপযুক্ত পারমিট ছাড়া গাড়ি চালালে ১০,০০০ টাকা।

## সেফটি বেল্ট না বাঁধলে ১০০০ টাকা।

## হেলমেট না পরলে ১০০০ টাকা।

## সাইলেন্স জোনে হর্ন বাজালে ১০০০ টাকা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.