রমাপ্রসাদ গোয়েঙ্কার স্মৃতিতে স্কলারশিপ

রমাপ্রসাদ গোয়েঙ্কার স্মৃতির উদ্দেশে স্কলারশিপ প্রোগ্রাম চালু করতে চলেছে সিইএসসি। সংস্থার চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা আজ তার আনুষ্ঠানিক ঘোষণা করেন। কাল রমাপ্রসাদ গোয়েঙ্কার চুরাশিতম জন্মদিন। আজ সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, ৩০ জন সফল পরীক্ষার্থীকে প্রতিমাসে ৫ হাজার টাকা করে স্কলারশিপ দেওয়া হবে।

Updated By: Feb 28, 2014, 08:52 PM IST

রমাপ্রসাদ গোয়েঙ্কার স্মৃতির উদ্দেশে স্কলারশিপ প্রোগ্রাম চালু করতে চলেছে সিইএসসি। সংস্থার চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা আজ তার আনুষ্ঠানিক ঘোষণা করেন। কাল রমাপ্রসাদ গোয়েঙ্কার চুরাশিতম জন্মদিন। আজ সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, ৩০ জন সফল পরীক্ষার্থীকে প্রতিমাসে ৫ হাজার টাকা করে স্কলারশিপ দেওয়া হবে।

পরিবারের বার্ষিক রোজগার দুই থেকে আড়াই লক্ষ টাকার মধ্যে এবং উচ্চ মাধ্যমিকে পঁচাশি শতাংশ নম্বর রয়েছে, এমন তিরিশজন পড়ুয়াকে ওই স্কলারশিপ দেওয়া হবে। গ্র্যাজুয়েশন শেষ হওয়া পর্যন্ত মিলবে এই স্কলারশিপ। প্রতি বছর প্রাপকের সংখ্যা বাড়বে বলে জানিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা।

.