কলকাতা: এমন মিছিল কোথাও খুঁজে পাবে নাকো তুমি। হাঁটছি, কারণ ডাক দিয়েছেন প্রিয় দিদিমণি। মমতার ডকে সাড়া দিয়ে শিল্পী-বুদ্ধিজীবীদের আজকের মিছিল, ঠিক যেন যেমন খুশি হাঁটো। কেউ কেউ জানেনই না কেন মিছিল! যারা জানেন, তাদের জানাও বিচিত্ররকম।
সত্যিই জনপ্লাবনই বটে! তবে আশ্চর্যের কথা- যারা হাঁটলেন, তাঁরা কি জানেন কেন হাঁটলেন?
জনপ্লাবনের মধ্যেই তারকার মেলা। মিছিলের ইস্যু কী? এ প্রশ্নে তারকারাও যেন অকূল পাথারে।
গ্যাঁটের পয়সা খরচ না করলে তারকা দর্শন হয় না। কাউন্টারে লাইন দিয়ে, টিকিট কেটে যেটুকু দেখা যায়, তাও আবার ছায়াছবি। শুক্রবার রাজপথে বুদ্ধিজীবীদের মিছিল সেই আক্ষেপ অনেকটাই পুষিয়ে দিল। শুক্রবারের ম্যাটিনি রোড শোয়ে আপ্লুত জনতা-জনার্দন। শীতের আমেজ মাখা দুপুর। তাও আবার শুক্রবার। নতুন ছবি রিলিজের মহাদিন।
ছায়াছবি একেবারে লাইভ শো হয়ে নেমে এল কলকাতার রাজপথে।
পথে যাঁরা বেরিয়েছিলেন, ব্যাপার স্যাপার দেখে দাঁড়িয়ে পড়লেন পথের ধারে।
তারকা দর্শনে অনেকে আবার আরও মরিয়া। রাস্তার ডিভাইডার ভিড়ের চাপে তখন গ্যালারি।
টলিউড ব্রিগেডের মিছিল বলে কথা! সেখানে সবচেয়ে বেশি নজর কাড়লেন খোকাবাবু।
চাঁদের পাহাড়ের শঙ্করকে চোখের সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে উচ্ছ্বসিত স্কুল ফেরত পড়ুয়ারা।
কিন্তু তারকা দর্শনে সবাই যে আহ্লাদে আটখানা, এমনটা কিন্তু মোটেও নয়।
দিদির ডাকে 'যেমন খুশি হাঁটো' মিছিলে বুদ্ধিজীবীরা, বিনা পয়সায় তারকা দর্শন পথ চলতি জনতার