নিম্নচাপের প্রভাবে সকাল থেকেই বৃষ্টি কলকাতায়; দিনভর টানা বৃষ্টির পূর্বাভাস শহরে

আগামী ৪৮ ঘন্টায় শক্তি বাড়িয়ে নিম্নচাপটি গভার নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

Updated By: Aug 7, 2019, 07:18 AM IST
নিম্নচাপের প্রভাবে সকাল থেকেই বৃষ্টি কলকাতায়; দিনভর টানা বৃষ্টির পূর্বাভাস শহরে

নিজস্ব প্রতিবেদন: চলতি মরশুমে আজ দিনভর টানা বৃষ্টির পূর্বাভাস শহর কলকাতায়, সঙ্গে ঝোড়ো হাওয়া। কলকাতাসহ দক্ষিণবঙ্গের ছয় জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, দক্ষিন ২৪পরগনা এবং ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রযেছে।

উত্তরপূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের হাত ধরে সক্রিয় মৌসুমী বায়ু। বঙ্গোপসাগরে ওড়িষা উপকূলবর্তী এলাকায় নিম্নচাপ অতি সক্রিয়। এর জেরে দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে। আগামী ৪৮ ঘন্টায় শক্তি বাড়িয়ে নিম্নচাপটি গভার নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে আগামিকাল বিকেল পর্যন্ত বৃষ্টির দাপট চলবে।

আরও পড়ুন - বিরল ক্যান্সার সারিয়ে চিকিৎসা বিজ্ঞানে নজির কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের

চলতি মরশুমে উত্তরবঙ্গে অতিবৃষ্টি এবং দক্ষিনবঙ্গে বৃষ্টির ঘাটতি চিন্তায় ফেলেছিল আবহবিদদের। অগাস্ট এর ৪ তারিখ পর্যন্ত এই ঘাটতির পরিমান ছিল ৭২ শতাংশ। বুধবারের বৃষ্টির দাপট যদি বৃহস্পতিবার বিকেল পর্যন্ত স্থায়ী হয়, তবে এই ঘাটতি অন্তত ৩০ শতাংশ মিটবে বলে মনে করছেন আবহবিদরা।

.