বর্ষার পৌষমাস, শীতের সর্বনাশ

গত শুক্রবার থেকেই পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাবে দফায় দফায় বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। রবিবার রাত থেকে আজ সকাল সাড়ে ৮টা পর্যন্ত  বৃষ্টি হয়েছে ৭৩ মিলিমিটার।

Updated By: Jan 7, 2012, 12:03 PM IST

গত শুক্রবার থেকেই পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাবে দফায় দফায় বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। রবিবার রাত থেকে আজ সকাল সাড়ে ৮টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৭৩ মিলিমিটার। দমদমে বৃষ্টির পরিমাণ ছিল কিছুটা কম, ২৩ মিলিমিটার। প্রবল বৃষ্টিপাতের জেরে জল জমেছে শহরের বেশ কিছু রাস্তায়।
গত কয়েকদিন ধরেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় রাজ্য থেকে উধাও হয়ে যায় শীত। একইসঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের কারণে রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয় বিক্ষিপ্ত বৃষ্টি। এরই মধ্যে আগামী ১০ জানুয়ারির পর ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীত পড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাব কেটে গিয়ে ফের তাপমাত্রার পারদ নামতে শুরু করবে বলেই মনে করছেন আবহবিদেরা। গত ৩ দিন সূর্যের দেখা না মেলায় সর্বোচ্চ তাপমাত্রা কমে হয়েছে ২১.১ ডিগ্রি সেন্ট্রিগ্রেড, তার সঙ্গে কমেছে সর্বমিম্ন তাপমাত্রাও।
 
 

.