দাবদাহে নাকাল কলকাতা-শহরতলিতে বৃষ্টি

বুধবার সকালের এই বৃষ্টিতে খানিক স্বস্তির আশ্বাস পেয়েছে তুমুল গরমে নাকাল শহরবাসী।

Updated By: Jun 20, 2018, 12:13 PM IST
দাবদাহে নাকাল কলকাতা-শহরতলিতে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদন: আকাশ কালো করে বৃষ্টি নামল কলকাতা এবং শহরতলির বিভিন্ন এলাকায়। আবহাওয়া দফতর সূত্রে খবর, শহরের আকাশে বজ্রগর্ভ মেঘের সঞ্চার ঘটতেই এই বৃষ্টি। আগামী কয়েক ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বওয়ার পূর্বাভাস রয়েছে। কলকাতা ও দুই ২৪ পরগনায় আবারও ঘণ্টা খানেকের বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার সকালের এই বৃষ্টিতে খানিক স্বস্তির আশ্বাস পেয়েছে তুমুল গরমে নাকাল শহরবাসী।

গত কয়েক দিন ধরেই চরম গরমে প্রাণ ওষ্ঠাগত হয়েছে রাজ্যবাসীর। মঙ্গলবার তাপপ্রবাহের পূর্বাভাষও দিয়েছিল আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছিল, তাপপ্রবাহ জারি থাকলেও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হওয়ায় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু অংশে। তবে রাজ্যে বর্ষা আসতে এখনও বেশ কয়েকদিন সময় লাগবে। শনিবারের আগে বর্ষা আসার কোনও সম্ভবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন- প্রচণ্ড গরমের মধ্যেই ঝমঝমিয়ে নামল বৃষ্টি, আপনার এলাকায় আসছে কখন জেনে নিন

.