মরা মুরগি-কাণ্ডের জেরে চিকেনে কড়াকড়ি রেলের

মরা মুরগি-কাণ্ডের পর নজরদারি জোরদার করল রেল। ভেন্ডারদের কড়া নির্দেশ। 

Updated By: Mar 22, 2018, 11:11 PM IST
মরা মুরগি-কাণ্ডের জেরে চিকেনে কড়াকড়ি রেলের

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়

মরা মুরগি নিয়ে তোলপাড় চলছে রাজ্যে। আশঙ্কায় পছন্দের চিকেন থেকে দূরত্ব বজায় রাখছেন অনেকেই। রেলেও আমিষ পদে চিকেন সরবরাহ করা হয়। মরা মুরগি-কাণ্ডের পর ট্রেনযাত্রীদের মধ্যে আশঙ্কার বাতাবরণ তৈরি হয়েছে। তবে ভয়ের কোনও কারণ নেই বলে জানিয়েছে রেল। তাদের বক্তব্য, নিঃসঙ্কোচে মুরগির মাংস খেতে পারেন যাত্রীরা।                

রেলের খাবারের মান নিয়ে একাধিকবার অভিযোগ উঠেছে। রেলে অস্বাস্থ্যকর খাবার পেয়েছিলেন খোদ এক কেন্দ্রীয় মন্ত্রীই। তবে রেলের আশ্বাস, ঘাবড়ানোর কিছু নেই। মরা মুরগি রান্না করা হচ্ছে না। কড়া নজরদারি রাখা হচ্ছে। কীভাবে?  

আরও পড়ুন- জিও ফোনে এবার মিলবে হোয়াটসঅ্যাপ

নির্দিষ্ট সংস্থার কাছ থেকে চিকেন কেনে আইআরসিটিসি। প্যাকেটজাত মাংস কেনা হয়। কোথা থেকে মাংস কেনা হচ্ছে, তার বিল জমা দিতে বলা হয়েছে ভেন্ডারদের। ভাউচার না দেওয়া হলে টাকা মেটানো হবে না বলে স্পষ্ট জানিয়েছে রেল। পাশাপাশি নজরদারিও করা হবে। 

আরও পড়ুন- BFF-এ কি সত্যি হবে হ্যাকারের পর্দাফাঁস? জেনে নিন আসল খবর

.