বৃষ্টিপাতের জেরে বর্ধমান লাইনে ট্রেন চলাচলে ব্যাঘাত

ঝড়বৃষ্টিতে ব্যাহত ট্রেন পরিষেবা। 

Updated By: Mar 25, 2018, 09:18 PM IST
বৃষ্টিপাতের জেরে বর্ধমান লাইনে ট্রেন চলাচলে ব্যাঘাত

নিজস্ব প্রতিবেদন: প্রবল ঝড়বৃষ্টির জেরে সমস্যায় বর্ধমান শাখায় ট্রেন চলাচল। হাওড়ার স্টেশন থেকে একাধিক ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে বৃষ্টিপাতের জেরে। রবিবার বিকেলে হঠাত্ বর্জ্রবিদ্যুত্-সহ বৃষ্টিপাত শুরু হয় কলকাতা ও সংলগ্ন জেলায়। তার প্রভাব পড়েছে ট্রেন চলাচলে।     

ব্যান্ডেল ও শক্তিগড়ের মাঝে তারের উপরে ডাল পড়ে গিয়েছে বলে জানিয়েছে রেল। ফলে ব্যান্ডেল ও শক্তিগড়ের মাঝে ব্যাহত রেল পরিষেবা। অন্যদিকে সিগন্যালিং ব্যবস্থাতেও ব্যাঘাত ঘটেছে। তার ফলে রাজধানী-সহ একাধিক ট্রেন স্টেশনে দাঁড়িয়ে। খানা স্টেশনে প্রবল ঝড়ে কেটে গিয়েছে টেলিফোন লাইন। ফলে বিচ্ছিন্ন যোগাযোগ। 

আবহওয়া দফতর বলছে,  একটি নিম্নচাপ অক্ষরেখা মহারাষ্ট্র পর্যন্ত বিস্তৃত। একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরবঙ্গের উপরে। এদিকে তাপমাত্রাও ঊর্ধ্বগামী। বাতাসে হু হু করে ঢুকছে জলীয় বাস্প। আর তাতেই সৃষ্টি হচ্ছে বর্জ্রগর্ভ। তা থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। আগামী দু-তিনও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। 

আরও পড়ুন- বৃষ্টিতে ভিজল শহর, গরম থেকে সাময়িক স্বস্তি

.