নিউ মার্কেটে হঠাত্ অভিযান পুরসভার
Wrong-কে Right করতে রংই ভরসা। আবার রঙেই বিপদ। নিউ মার্কেটের পানীয়ের ঠেলা, রেস্তোরাঁয় অভিযান চালালেন মেয়র পারিষদ স্বাস্থ্য, অতীন ঘোষ। প্রায় প্রতি দোকানেই ধরা পড়ল বেনিয়ম। স্বাস্থ্য ফেরানোর দাওয়াই একটাই। রং।
ওয়েব ডেস্ক : Wrong-কে Right করতে রংই ভরসা। আবার রঙেই বিপদ। নিউ মার্কেটের পানীয়ের ঠেলা, রেস্তোরাঁয় অভিযান চালালেন মেয়র পারিষদ স্বাস্থ্য, অতীন ঘোষ। প্রায় প্রতি দোকানেই ধরা পড়ল বেনিয়ম। স্বাস্থ্য ফেরানোর দাওয়াই একটাই। রং।
মাথায় পানামা হ্যাট। সঙ্গে পুরকর্মীরা। হগ সাহেবের বাজারে শুক্রবার দুপুরে হাজির মেয়র পারিষদ স্বাস্থ্য। সৌজন্য সাক্ষাত্ নয়। একেবারে দোকান ধরে ধরে হাল্লা বোল। পানীয়ের ঠেলায় গিয়ে খোঁজ করতেই ধরা পড়ল অনিয়ম। ক্রেতার স্বাস্থ্যকে সঙ্কটে ফেলে দেদার বিকোচ্ছে বাণিজ্যিক বরফ।
বাণিজ্যিক বরফের অপব্যবহার রুখতে রঙের ব্যবহারের কথা ভাবছে পুরসভা। আবার রঙেও রয়েছে বিষ। যা মিশছে ফাস্টফুডে। দোকানে, দোকানে ধরা পড়ল অনিয়ম। বাজেয়াপ্ত করা হল বালতি, বালতি নমুনা।
ফাস্টফুডে বন্ধ করতে হবে রংয়ের ব্যবহার। আর বাণিজ্যিক বরফে ব্যবহার হবে রং। আপাতত এই দাওয়াই প্রয়োগের ভাবনা পুরসভার।
আরও পড়ুন, প্রকাশ্য দিবালোকে নৃশংস খুন, সাহায্যের বদলে লেন্সবন্দি করতে ব্যস্ত পথচলতি মানুষ!