বিধানসভা নির্বাচন পর্যন্ত বিজেপির রাজ্যসভাপতি রাহুল সিনহা, বিশেষ দায়িত্ব পাওয়ার পথে রূপা গাঙ্গুলি

বিধানসভা নির্বাচন পর্যন্ত রাজ্য বিজেপি সভাপতি থাকছেন রাহুল সিনহাই। তবে এই মাসেই বদল হবে কয়েকটি জেলার নেতৃত্বে। গেরুয়া শিবিরের খবর, বিধানসভা ভোটে বিশেষ দায়িত্ব পেতে চলেছেন রূপা গাঙ্গুলি।   

Updated By: Jun 9, 2015, 02:48 PM IST
বিধানসভা নির্বাচন পর্যন্ত বিজেপির রাজ্যসভাপতি রাহুল সিনহা, বিশেষ দায়িত্ব পাওয়ার পথে রূপা গাঙ্গুলি

ব্যুরো: বিধানসভা নির্বাচন পর্যন্ত রাজ্য বিজেপি সভাপতি থাকছেন রাহুল সিনহাই। তবে এই মাসেই বদল হবে কয়েকটি জেলার নেতৃত্বে। গেরুয়া শিবিরের খবর, বিধানসভা ভোটে বিশেষ দায়িত্ব পেতে চলেছেন রূপা গাঙ্গুলি।   

পুরভোটে হতাশাজনক পারফরম্যান্সের পর পশ্চিমবঙ্গ নিয়ে রীতিমতো চিন্তিত পদ্মশিবির। দলীয় সংগঠনকে অবিলম্বে ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছে সঙ্ঘ। সেইমতো এই মাসেই বেশ কিছু বদল আসছে সংগঠনে।

এই মাসেই প্রায় ৮ জেলায় সভাপতি বদল করা হবে । তালিকায় রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা ও বর্ধমান

তবে রাজ্য সভাপতি পদে এখনই বদল আনছে না বিজেপি।  

২০১৬ পর্যন্ত রাহুল সিনহাই থাকছেন রাজ্য সভাপতি।তাঁর নেতৃত্বেই বিধানসভা ভোটে লড়বে বিজেপি।

নীচুতলার কর্মীদের আবার পছন্দ রূপা গাঙ্গুলিকে। অল্পদিনের মধ্যেই রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছেন এই দাপুটে নেত্রী।

বিধানসভা নির্বাচনে রাহুল সিনহার পাশেই থাকবেন রূপা গাঙ্গুলি। যদিও মুখ হিসেবে তাঁকে তুলে ধরা হবে না। তবে দীর্ঘ মেয়াদি রাজনীতিতে রূপা গাঙ্গুলিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ হিসেবে তুলে ধরার একটা ভাবনা রয়েছে। আবার তৃতীয় কাউকে দলে এনে চমক দেওয়ার কথাও ভেবে রেখেছে বিজেপি নেতৃত্ব।

গেরুয়া মহলে গুঞ্জন, মোদী নিজেই নাকি এক্ষেত্রে উদ্যোগী হয়েছেন।

এ রাজ্যে দলের মুখ খুঁজে নেওয়ার ভার নাকি মোদী নিজেই নিয়েছেন। কিন্তু, দিল্লি নির্বাচনের তিক্ত অভিজ্ঞতার পর এ নিয়ে ধীরে চলো নীতি নিয়েছে অশোক রোড।

বিধানসভা ভোটের পর বিজেপি রাজ্য নেতৃত্বে বদল একরকম নিশ্চিত। রাহুল সিনহার জায়গায় দায়িত্বে আসবেন কে?  

দৌড়ে এগিয়ে, দিলীপ ঘোষ, শমীক ভট্টাচার্য, সুভাষ সরকার

বিধানসভা ভোটের পর রাহুল সিনহাকে কোনও বৃহত্তর মঞ্চে পুনর্বাসন দেওয়ার ভাবনা রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের। পাশাপাশি, রয়েছে রূপা গাঙ্গুলিকে তুলে আনার পরিকল্পনা। রাজ্যবাসীর কাছে অতি গ্রহণযোগ্য কাউকে দলে এনে চমক দেওয়ার চেষ্টাও চলছে।

 

.