পার্ক সার্কাস ময়দানে রাহুলের জনসভার অনুমতি দিল না পুরসভা

পার্ক সার্কাস ময়দানে রাহুল গান্ধীর জনসভার অনুমতি দিল না কলকাতা পুরসভা। তবে কাঁকুরগাছিতে নরেন্দ্র মোদীর সভার অনুমত আটই মে রাজ্যে দুটি সভা করার কথা ছিল রাহুল গান্ধীর। প্রথম সভাটি হওয়ার কথা ছিল পার্ক সার্কাস ময়দানে। কলকাতা উত্তর ও দক্ষিণ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সোমেন মিত্র ও মালা রায়ের সমর্থনে।

Updated By: May 5, 2014, 12:24 PM IST

পার্ক সার্কাস ময়দানে রাহুল গান্ধীর জনসভার অনুমতি দিল না কলকাতা পুরসভা। তবে কাঁকুরগাছিতে নরেন্দ্র মোদীর সভার অনুমত আটই মে রাজ্যে দুটি সভা করার কথা ছিল রাহুল গান্ধীর। প্রথম সভাটি হওয়ার কথা ছিল পার্ক সার্কাস ময়দানে। কলকাতা উত্তর ও দক্ষিণ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সোমেন মিত্র ও মালা রায়ের সমর্থনে।

দ্বিতীয় সভাটি হওয়ার কথা পশ্চিম মেদিনীপুরের ডেবড়ায়। ঘাটালের কংগ্রেস প্রার্থী মানস ভুঁইঞার সমর্থনে। দেবরার সভাটির অনুমতি মিললেও, পার্ক সার্কাসের সভার অনুমতি নিয়ে জটিলতা দেখা দিয়েছে।

প্রদেশ কংগ্রেসের অভিযোগ, নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার যুক্তি দেখিয়ে ওই সভার অনুমতি দেয়নি কলকাতা পুরসভা। যদিও, এর সপক্ষে কোনও লিখিত নির্দেশিকা দেখাতে পারেননি পুরকমিশনার খলিল আহমেদ। অন্য কোথাও রাহুল গান্ধীকে সভা করতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার ভিএস সম্পতের দ্বারস্থ হচ্ছে প্রদেশ কংগ্রেস। দশ তারিখও রাজ্য দুটি সভা করবেন রাহুল গান্ধী।

.