তৃণমূলের সঙ্গে জোট ছিন্ন হওয়ার পর আজই প্রথম রাজ্যে আসছেন রাহুল গান্ধী

তৃণমূলের সঙ্গে জোট ভাঙার পর এই প্রথম রাজ্যে আসছেন রাহুল গান্ধী। আজ সকাল এগারোটায় চালসার পাশে নাগরাকাটায় জনসভায় যোগ দেবেন তিনি। সেখান থেকে ত্রিপুরার সভা সেরে শহিদ মিনারের কর্মিসভায় যোগ দেবেন রাহুল। এআইসিসির চেষ্টা সত্ত্বেও তৃণমূলের সঙ্গে জোট ভাঙার ক্ষেত্রে মুখ্য ভূমিকা নেন কংগ্রেসের এই পোস্টার বয়। তাই আজকের কর্মিসভায় এই তরুণ তুর্কি কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Updated By: Mar 25, 2014, 09:00 AM IST

তৃণমূলের সঙ্গে জোট ভাঙার পর এই প্রথম রাজ্যে আসছেন রাহুল গান্ধী। আজ সকাল এগারোটায় চালসার পাশে নাগরাকাটায় জনসভায় যোগ দেবেন তিনি। সেখান থেকে ত্রিপুরার সভা সেরে শহিদ মিনারের কর্মিসভায় যোগ দেবেন রাহুল। এআইসিসির চেষ্টা সত্ত্বেও তৃণমূলের সঙ্গে জোট ভাঙার ক্ষেত্রে মুখ্য ভূমিকা নেন কংগ্রেসের এই পোস্টার বয়। তাই আজকের কর্মিসভায় এই তরুণ তুর্কি কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

কাল থেকেই শহীদ মিনারের সভা ঘিরে চরম ব্যস্ত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতারা। এমনিতেই লোকসভা নির্বাচনে এ রাজ্য থেকে কংগ্রেসের ফলাফল নিয়ে সন্দেহে আছেন খোদ কংগ্রেসের নেতারাই। তার উপর নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করা নিয়েও পিছু হটেছেন বেশ কিছু হেভিওয়েট প্রার্থী। মাথাচাড়া দিয়েছে গোষ্ঠী কোন্দলও। সবমিলিয়ে এ রাজ্যে কংগ্রেসের হাল বেশ বেহাল। এই অবস্থায় সোনিয়া তনয়ের নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গে আগমন কিছুটা হলেও প্রদেশ কংগ্রেসের অন্দরমহলে অক্সিজেনের সরবারহ করবে বলে মনে করা হচ্ছে।

.