ধর্মঘটের দিনেই মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা

মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা হওয়া নিয়ে সংশয় কাটাতে আজই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষাদফতর। সূচি অনুযায়ী দুহাজার বারোর আঠাশে ফেব্রুয়ারি মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা হওয়ার কথা।

Updated By: Dec 5, 2011, 03:06 PM IST

আগামী বছর ২৮ ফেব্রুয়ারি মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা নির্ধারিত দিনেই হবে। সোমবার এ কথা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ২০১২ সালের ২৮ তারিখ বিভিন্ন শ্রমিক সংগঠনগুলি দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে। সেই ধর্মঘটে সমর্থন জানিয়েছে বামফ্রন্টও। ফলে পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয় সেদিকে বোর্ডকে বিশেষভাবে নজর দিতে বলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।  যানবাহন চলাচলে সমস্যা হতে পারে এই আশঙ্কায় প্রাথমিকভাবে সরকার পরীক্ষার দিন পরিবর্তনের কথা ভাবতে শুরু করে। পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী স্থির করেন যে অতিরিক্ত বাস চালু করে পরীক্ষার্থীদের যানবাহন সমস্যা মিটিয়ে ওইদিনই পরীক্ষা নেওয়া হবে। রাজ্য সরকারের যুক্তি, পরীক্ষা পিছলে ফল প্রকাশে দেরি হবে। অন্যদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও সমস্যা হতে পারে বলে মনে করেছে রাজ্য সরকার। তাই নির্ধারিত দিনেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

.