ধর্মঘটে অনুপস্থিতির শাস্তি, বেতন কাটার নির্দেশিকা রাজ্যের

শেষপর্যন্ত ধর্মঘটের দিন অনুপস্থিত সরকারি কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিল রাজ্য সরকার। আজ নির্দেশিকা জারি করে অর্থ দফতর গরহাজির কর্মীদের শোকজ করার নির্দেশ দিয়েছে। শোকজের জবাব সন্তোষজনক না হলে, সংশ্লিষ্ট কর্মীদের একদিনের বেতন কাটা হতে পারে। অথবা চাকরির মেয়াদও একদিন কমানো হতে পারে। ইতিমধ্যেই বিভিন্ন কর্মী সংগঠন এই নির্দেশিকার প্রতিবাদে সরব হয়েছে।

Updated By: Mar 7, 2012, 04:07 PM IST

শেষপর্যন্ত ধর্মঘটের দিন অনুপস্থিত সরকারি কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিল রাজ্য সরকার। আজ নির্দেশিকা জারি করে অর্থ দফতর গরহাজির কর্মীদের শোকজ করার নির্দেশ দিয়েছে। শোকজের জবাব সন্তোষজনক না হলে, সংশ্লিষ্ট কর্মীদের একদিনের বেতন কাটা হতে পারে। অথবা চাকরির মেয়াদও একদিন কমানো হতে পারে। ইতিমধ্যেই বিভিন্ন কর্মী সংগঠন এই নির্দেশিকার প্রতিবাদে সরব হয়েছে।
শিক্ষামন্ত্রী যতই ধর্মঘটের অধিকারের পক্ষে মতপ্রকাশ করুন, সরকার তার আগের অবস্থানেই অনড়। ধর্মঘটের দিন গরহাজির কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, এই হুঁশিয়ারি আগেই দিয়েছিল সরকার। বুধবার সেই ব্যবস্থা নিতেই জারি করা হল নির্দেশিকা। এদিন অর্থ দফতরের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে ধর্মঘটের দিন যে সব কর্মীরা অনুপস্থিত ছিলেন, তাদের শোকজ করা হবে। শোকজের জবাব সন্তোষজনক না হলে, সেই কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শাস্তি হিসেবে একদিন বেতন কাটার পাশাপাশি চাকরির মেয়াদও একদিন কমানোর কথা বলা হয়েছে নির্দেশিকায়। অনুপস্থিতির ঘটনায় নির্দেশিকায় কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। কোনও কর্মী গুরুতর অসুস্থ হলে, আগে থেকে অনুপস্থিত থাকলে বা ছুটি নিয়ে থাকলে ওই কর্মীর নিয়ন্ত্রণের বাইরে কোনও কারণে অনুপস্থিত হলে তা বিবেচনা করা হবে। যদিও প্রতিটি ক্ষেত্রেই উপযুক্ত তথ্য প্রমাণ দিতে হবে। তৃণমূল কংগ্রেস সমর্থিত কর্মী সংগঠন এই নির্দেশিকার বিরোধিতা না করলেও এর প্রতিবাদে সরব হয়েছে অন্যান্য কর্মী সংগঠন। পুরমন্ত্রী অবশ্য জানিয়েছেন, ধর্মঘটের দিন গরহাজিরার ক্ষেত্রে আগেই ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল। তাই এই নির্দেশিকা কোনও নতুন ব্যাপার নয়।
কিন্তু তবুও বিতর্ক মেটেনি। মহাকরণ সূত্রে খবর ধর্মঘটের দিন অনুপস্থিত কর্মীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা জানতে চেয়ে বুধবারই মুখ্যমন্ত্রীর কাছে নোট পাঠিয়েছিলেন মুখ্যসচিব। তাতে তিনি অনুপস্থিত কর্মীদের একদিনের বেতন কাটার সুপারিশ করেছিলেন বলে জানা গেছে। একই সময় শাস্তির নির্দেশ দিয়ে নির্দেশিকা জারি করেছে অর্থ দফতর। ফলে এই ঘটনায় প্রশাসনের উচ্চস্তরে সমন্বয়ের অভাবের ছবিটাই স্পষ্ট হয়ে উঠেছে।

.