বেহালা- গড়িয়াহাট থেকে হাতিবাগান- পুজোর বাজারে জনপ্লাবন, বৃষ্টিকে হারিয়ে জিতল মানুষের উত্সাহ
পুজো আসছে। বাতাসে উত্সবের গন্ধ। কিন্তু মুখ ভার আকাশের। নিম্নচাপ আর ঘূর্নাবর্তের জোরা নিশানায় পুজোর প্রস্তুতি। তবে উত্সবে রঙিন হতে, বৃষ্টিকে আদৌ পরোয়া করছেন না মানুষ। রবিবার ছাতা মাথায়ই রমরমিয়ে চলল পুজোর কেনাকাটা। শুরু হয়ে গিয়েছে দুর্গা পুজোর কাউন্ট ডাউন। তবে নীল আকাশে সাদা মেঘের দেখা মিলছে না। নিম্নচাপ আর ঘূর্ণাবর্তের জেরে রবিবার দিনভর বৃষ্টি হয়েছে কলকাতায়।
পুজো আসছে। বাতাসে উত্সবের গন্ধ। কিন্তু মুখ ভার আকাশের। নিম্নচাপ আর ঘূর্নাবর্তের জোরা নিশানায় পুজোর প্রস্তুতি। তবে উত্সবে রঙিন হতে, বৃষ্টিকে আদৌ পরোয়া করছেন না মানুষ। রবিবার ছাতা মাথায়ই রমরমিয়ে চলল পুজোর কেনাকাটা। শুরু হয়ে গিয়েছে দুর্গা পুজোর কাউন্ট ডাউন। তবে নীল আকাশে সাদা মেঘের দেখা মিলছে না। নিম্নচাপ আর ঘূর্ণাবর্তের জেরে রবিবার দিনভর বৃষ্টি হয়েছে কলকাতায়।
তবে বৃষ্টির জন্য ভাটা পড়েনি মানুষের উত্সাহে। হাতে মাত্র কয়েকটা দিন। শেষ বেলার পুজোর বাজার সেরে নিতে সকাল থেকেই মানুষ ভিড় জমিয়েছিলেন শহরের বাজারগুলিতে। ছাতা মাথায় দিব্বি চলল কেনা কাটা। নিউমার্কেট, হাতিবাগান বা গড়িয়াহাট রবিবার সন্ধেয় তিল ধারণের যায়গা ছিলনা কোনও বাজারেই।