লড়াইটা শুধু নিজের মেয়ের জন্য নয়, লড়াইটা সব মেয়ের জন্য, দৃপ্ত কণ্ঠে জানালেন মধ্যমগ্রামের নির্যাতিতার মা-বাবা
আদালতের নির্দেশে অবশেষে মধ্যমগ্রামকাণ্ডে খুনের মামলা দায়ের করল পুলিস। নির্যাতিতার মৃত্যুকালীন জবানবন্দির ভিত্তিতে এই ব্যবস্থা। দোষীদের ফাঁসির দাবি তুলেছে নির্যাতিতার পরিবার। মৃতার বাবা-মায়ের বক্তব্য, শুধু নিজের মেয়ের জন্য নয়, তাঁদের এই লড়াই সবার মেয়ের জন্য। এই লড়াইয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছে সুটিয়া-কামদুনিও।
আদালতের নির্দেশে অবশেষে মধ্যমগ্রামকাণ্ডে খুনের মামলা দায়ের করল পুলিস। নির্যাতিতার মৃত্যুকালীন জবানবন্দির ভিত্তিতে এই ব্যবস্থা। দোষীদের ফাঁসির দাবি তুলেছে নির্যাতিতার পরিবার। মৃতার বাবা-মায়ের বক্তব্য, শুধু নিজের মেয়ের জন্য নয়, তাঁদের এই লড়াই সবার মেয়ের জন্য। এই লড়াইয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছে সুটিয়া-কামদুনিও।
চিরকালের মতো মেয়েকে হারিয়েছেন। মাথার ওপর ছাদ নেই। তবু লড়াই থামেনি। থামবে না। বলছে মধ্যমগ্রামকাণ্ডে নির্যাতিতার পরিবার।
লড়াইয়ে তাঁরা একা নন। পাশে এসে দাঁড়িয়েছে সুটিয়া-কামদুনিও। বৃহস্পতিবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন কামদুনি, সুটিয়ার প্রতিবাদী মঞ্চের সদস্যেরা। এসেছিলেন বরুণ বিশ্বাসের দিদি।
নির্যাতিতার পরিবারের অভিযোগ, রাজ্য সরকার তাঁদের পাশে দাঁড়ায়নি। কাঠগড়ায় পুলিস-প্রশাসন-হাসপাতাল। এত কাণ্ডের পরেও সরকার দায় সেরেছে কয়েক লাইনের বিবৃতি দিয়ে।
বিহারে এদিন ছিল উল্টো ছবি। মধ্যমগ্রাম কাণ্ডের প্রেক্ষিতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে বিহার সরকার।
নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াতে বৃহস্পতিবার এ রাজ্যে আসেন বিহার পুলিসের আইজি। কথা বলেন নির্যাতিতার পরিবারের সঙ্গে।