কিছুটা হলেও বুধবার শহরের রাস্তায় বেশি চলছে বেসরকারি বাস, তবে বহাল বাসমালিকদের দ্বিধা!

তবে সংগঠনগুলির দাবি,  ভাড়া না বাড়িয়ে বাস চালিয়ে লাভের চেয়ে লোকসান বেশি । সেক্ষেত্রে মহামারি আইনে সরকার বাস অধিগ্রহণ করলে তেলের খরচ বহন করবে সরকার।

Reported By: অয়ন ঘোষাল | Updated By: Jul 1, 2020, 10:09 AM IST
কিছুটা হলেও বুধবার শহরের রাস্তায় বেশি চলছে বেসরকারি বাস, তবে বহাল বাসমালিকদের দ্বিধা!
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন:  মঙ্গলবারের তুলনায় বুধবার শহরের রাস্তায় বেসরকারি বাস কিছু বেশি ।

মঙ্গলবার কলকাতায় ৬হাজার বেসরকারি বাসের মধ্যে চলেছে হাজার খানেক মতো। বুধবার তা সামান্য বেড়ে ১৩০০-র মতো। বিভিন্ন বাস মালিক সংগঠন এদিন নিজেদের মধ্যে বৈঠকে বসতে চলেছে। সার্বিক আলোচনার ভিত্তিতে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: নিউটাউনে আক্রান্ত বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

তবে সংগঠনগুলির দাবি,  ভাড়া না বাড়িয়ে বাস চালিয়ে লাভের চেয়ে লোকসান বেশি । সেক্ষেত্রে মহামারি আইনে সরকার বাস অধিগ্রহণ করলে তেলের খরচ বহন করবে সরকার। সংগঠনের চালক ও কন্ডাক্টর দিয়েই বাস পরিষেবা দিতে হবে। তাতে বরং লোকসানের ঝুঁকি অনেক কম । শহরের বাসে এক নিয়ম আর জেলার বাসে আলাদা নিয়ম, এই বিভাজনের নীতি নিয়েও সোচ্চার হয়েছে বাস মালিক সংগঠনের একাংশ।

.