Primary TET: পরিবারের সবার সম্পত্তির হিসেব দিন, প্রাইমারি শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে নির্দেশ হাইকোর্টের

৫ জুলাইয়ের মধ্যে হলফনামা দেবেন মানিক ভট্টাচার্য

Updated By: Jun 21, 2022, 05:36 PM IST
Primary TET: পরিবারের সবার সম্পত্তির হিসেব দিন, প্রাইমারি শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে নির্দেশ হাইকোর্টের

অর্ণবাংশু নিয়োগী: প্রাইমারিতে নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টে বিচারপতির প্রশ্নবাণে জর্জরিত পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। পড়াশোনা, চাকরি থেকে সম্পত্তি নিয়ে একের পর এক প্রশ্নে কোণঠাসা হয়ে পড়েন মানিকবাবু। শুধু তাই নয় আগামী দু'সপ্তাহের মধ্যে তাঁকে তাঁর পরিবারের সম্পত্তির হিসেব দিতে নির্দেশ দেন বিচারপতি।

জরুরি তলব পেয়ে এদিন আদালতে হাজিরা দেন মানিক ভট্টাচার্য। বিচারক কক্ষে যেতেই বিচারপতি বলেন, আপনি বিধানসভার সদস্য বলে বক্সে দাঁড়াতে বলিনি। এরপরই বিচারপতি একের পর এক প্রশ্ন করেন-

জন্ম তারিখ?

৭ মে ১৯৫৪

কোথায় জন্ম

ভারতে। 

স্কুল পাস করেন কবে?

এইচএস, ১৯৭১, বিজ্ঞান।

বহরমপুর কলেজ থেকে পাস। 

সিইউ থেকে এমকম।

এলএলবি যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ থেকে। 

প্র্যাক্টিস করেছেন?

না। 

কীভাবে জীবন চালান?

শিক্ষকতা।

সেটা কবে থেকে শুরু করেছেন?

১৯৮১ সালে। সুরেন্দ্র নাথ কলেজে কমার্স পড়াতাম।

বিজয়গর বিদ্যাপীঠ শিক্ষকতা করেছি। কমার্সে। 

এখন কোথায় থাকেন?

যাদবপুর। 

পরিবার বলতে স্ত্রী, ছেলে এবং তার স্ত্রী। তারা এক সঙ্গে থাকেন। মেয়ে বিয়ে হয়েছে দু'তিন বছর আগে।

ছেলে কী করে?

ছেলে CESC-র প্রাক্তন কর্মী। এখন রাজ্য সরকারের IT বিভাগে কর্মরত। 

ছেলের স্ত্রী গায়কোনলজি টিমের সঙ্গে কাজ করেন।

শেষ ১৫ বছরে ১৯৯৮- ২০১৪ পর্যন্ত যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের প্রিন্সিপাল। তারপর বোর্ডে সভাপতি। 

সম্পত্তি?

নদিয়ায়, কালীগঞ্জে আমার একটি বাড়ি আছে। কিছু চাষের জমি আছে। পরিবার সূত্রে পাওয়া। 

আর কোনও ফ্ল্যাট আছে?

যাদবপুরেই আরও একটি ফ্ল্যাট কিনেছি। (53/1/C যাদবপুর)

নয়াবাদ গড়িয়াতে আমার নামেই একটি জমি আছে। ১৯৮৫ সালে জমি কিনেছি। তখন দাম ছিল ১০ হাজার টাকা। আমি ভগবানের নাম করে বলছি 
আর কোথাও আমার বা পরিবারের কারও নামে কোনও সম্পত্তি নেই।

বোর্ডের সভাপতি হিসেবে আপনি কি মনে করেন, যে দ্বিতীয় প্যানেল প্রকাশের আইন আছে কি?

NCTE Regulation অনুযায়ী প্রথম প্যানেল প্রকাশ হয়। তারপরেও যদি পদ ফাঁকা থাকে তাহলে দ্বিতীয় প্যানেল প্ৰকাশ করা হয়। তাই প্রকাশ করা হয়েছে। এটা বোর্ডের প্র্যাক্টিস।

আপনি, আপনার স্ত্রী, ছেলে এবং ছেলের স্ত্রী'র সম্পত্তি খতিয়ান দিতে পারবেন? যদি হলফনামার বাইরে কোনও সম্পত্তি থাকে তাহলে আপনি দাবি করতে পারবেন না। 

দ্রুত দিতে পারব। আমি মিথ্যা কিছুই বলব না। আমার মেয়ে এবং ছেলের বউয়ের সম্পত্তি আছে। সেটা আমার নয়। আমি মেয়ের বিয়ের আগে পর্যন্ত দায়িত্ব নিতে পারব।
 
বিচারপতি

৫ জুলাইয়ের মধ্যে হলফনামা দেবেন মানিক ভট্টাচার্য।

আরও পড়ুন-জমি বিবাদে বাবাকে খুন মা-মেয়ে-জামাইয়ের? পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য হবিবপুরে

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.