Primary TET: সাত বছর পর খুলল জট, নম্বর জানতে পারবেন ২০১৪ সালের টেট উত্তীর্ণরা
পর্ষদের এই ঘোষণা একপ্রকার খুবই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। কারণ প্রায় ৭ বছর পর টেটের নম্বর প্রকাশ্যে আনতে চলেছে পর্ষদ। এর ফলে ওই মার্কসের নথি হাতে নিয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে পারবেন পরীক্ষার্থীরা
বিক্রম দাস ও শ্রেয়সী গঙ্গোপাধ্য়ায়: হাইকোর্টের নির্দেশের পর টেট-এর নম্বর প্রকাশের সিদ্ধান্ত নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আজই ২০১৭ সালে টেটে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর প্রকাশের চেষ্টা করবে পর্ষদ। বিকেলে এমনটাই ঘোষণা করে পর্ষদ। সন্ধে গড়াতেই পর্ষদের ওয়েবসাইটে তা প্রকাশ করে দেওয়া হল। পাশাপাশি জানানো হয় ২০১৪ সালের টেটের নম্বর জানা যাবে এক সপ্তাহের মধ্যে। শুধু তাই নয়, চাইলে টেটের নম্বর চ্যালেঞ্জও করা যাবে। এমনটাই জানান প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি। সোমবার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান গৌতম পাল এক সাংবাদিক সম্মেলনে বলেন, ২০১৪ সালে যারা প্রাথমিকের টেট পরীক্ষায় পাস করেছিলেন তাদের নম্বর প্রকাশ করা হবে। একইসঙ্গে ২০১৭ সালেও যারা পাস করেছিলেন তাদের টেটের মার্কসও প্রকাশ করা হবে।
আরও পড়ুন-ফাইনালে কি ভারত-পাকিস্তান? ১৯৯২, ২০১১-র সঙ্গে এবারের অবিকল মিল!
গৌতম পাল আরও জানান, ২০১৭ সালে যারা পাস করেছিলেন তাদের নম্বর সোমবারই প্রকাশ করার চেষ্টা করা হবে। যদি না তা করা যায় তাহলে দু'একদিনের মধ্যে তা প্রকাশ করা হবে। অন্যদিকে, ২০১৪ সালে যারা টেট পাস করেছিলেন তাদের নম্বর এক সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে। কারণ আগামী ১৪ নভেম্বর নতুন করে টেটে আবেদন করার শেষ দিন।
উল্লেখ্য, পর্ষদের এই ঘোষণা একপ্রকার খুবই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। কারণ প্রায় ৭ বছর পর টেটের নম্বর প্রকাশ্যে আনতে চলেছে পর্ষদ। এর ফলে ওই মার্কসের নথি হাতে নিয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে পারবেন পরীক্ষার্থীরা। পাশাপাশি ওই মার্কস নিয়ে কারও কোনও আপত্তি থাকলে তা চ্যালেঞ্জও করতে পারবেন। হাইকোর্টের নির্দেশের পর শেষপর্যন্ত নড়েচড়ে বসল পর্ষদ। তাদের ওই ঘোষণার ফলে রাজ্যের ১ লাখ ৩৪ হাজারেরও বেশি টেট পরীক্ষার্থী তাদের নম্বর জানতে পারবেন।
প্রসঙ্গত, টেটের নম্বর প্রকাশ করার জন্য বহুদিন থেকেই আইনি লড়াই করছিলেন চাকরিপ্রার্থীরা। মামলাকারীদের দাবি ছিল, টেটের নম্বর না জানার কারণে প্রাথামিকের নিয়োগে আবেদন পূরণে সমস্যা হচ্ছে। তাঁরা জানতেই পারছেন না কত নম্বর তারা পেলেন। পাশাপাশি এতে পরীক্ষা প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকছে না। ওই মামলায় আদালত টেট পরীক্ষার্থীদের নম্বর প্রকাশের নির্দেশ দেয়। তারপরই পর্ষদের তরফে আদালতে জানানো হয়, ২০১৪ ও ২০১৭ সালের টেটের নম্বর তারা প্রকাশ করবেন। ২০১৭ সালের টেটের নম্বর তারা সোমবার দিতে পারবেন। শেষপর্যন্ত ২০১৭ সালের ফল তাদের ওয়েবসাইটে প্রকাশ করল পর্ষদ। কয়েক দিনের মধ্যে ২০১৪ সালের টেটের নম্বর প্রকাশ করা হবে।