আগামী মাসেই দাম বাড়ছে পাঁউরুটির
পুজোর আগেই পাঁউরুটির দাম বাড়ছে। এক পাউন্ড পাঁউরুটির দাম ১৮ টাকা থেকে বেড়ে হচ্ছে ২২ টাকা। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে দিতে হবে বাড়তি দাম।
ওয়েব ডেস্ক: পুজোর আগেই পাঁউরুটির দাম বাড়ছে। এক পাউন্ড পাঁউরুটির দাম ১৮ টাকা থেকে বেড়ে হচ্ছে ২২ টাকা। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে দিতে হবে বাড়তি দাম।
আরও পড়ুন- কী কী জিনিসের দাম বাড়ছে
কাঁচামালের দাম বেড়েছে। খরচ সামাল দেওয়া যাচ্ছে না। এই যুক্তিতে পুজোর আগেই পাঁউরুটির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল বেকারি মালিকদের সংগঠন।
২৫ সেপ্টেম্বর থেকে রাজ্যে পাঁউরুটির দাম বাড়ছে।
১ পাউন্ড পাঁউরুটির দাম ১৮ টাকা থেকে বেড়ে হচ্ছে ২২ টাকা।
হাফ পাউন্ড পাঁউরুটির দাম ৯ টাকা থেকে বেড়ে হচ্ছে ১১ টাকা।
কোয়ার্টার পাউন্ড পাঁউরুটির দাম ৫ টাকা থেকে বেড়ে হচ্ছে ৬ টাকা।
১৩৫ পাউন্ড পাঁউরুটি তৈরি করতে লাগে ৩৫ কেজি ময়দা। ১৮০০ গ্রাম চিনি। ৫০০ গ্রাম নুন। ১৫০ গ্রাম ভোজ্য তেল। অল্প ইস্ট-সহ অন্যান্য রাসায়নিক এবং সাড়ে ২৩ লিটার জল।
বেকারি মালিকরা বলছেন, গত তিন-চার মাসের মধ্যে জল ছাড়া সব কাঁচামালেরই দাম বেড়েছে। তাই পাঁউরুটির দাম না বাড়িয়ে উপায় নেই। বেকারি মালিকদের সংগঠনের সভাপতি ইদ্রিশ আলির দাবি, সাধারণ মানুষের কথা মাথায় রেখে তাঁরা যতটা কম সম্ভব দাম বাড়াচ্ছেন। পাঁউরুটি ছাড়া অন্যান্য বেকারির জিনিসেরও দাম বাড়ছে। ২০১৩ সালের সেপ্টেম্বরে শেষ রাজ্যে পাঁউরুটির দাম বেড়েছিল।