হুদহুদের জেরে আগুন বাজারে বাঙালির নাভিশ্বাস

অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়েছিল সে। তছনছ হয়ে গিয়েছিল বিশাখাপতনম শহর। সেই হুদহুদ বাঙালির পাতেও ছোটখাট ঝড় বইয়ে দিয়েছে। অন্ধ্র থেকে আসা মাছের চালান প্রায় বন্ধ। তাই বাঙালির প্রিয় অনেক মাছই এখন ধরাছোঁয়ার বাইরে। পিটিসি

Updated By: Oct 16, 2014, 02:55 PM IST
হুদহুদের জেরে আগুন বাজারে বাঙালির নাভিশ্বাস

কলকাতা: অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়েছিল সে। তছনছ হয়ে গিয়েছিল বিশাখাপতনম শহর। সেই হুদহুদ বাঙালির পাতেও ছোটখাট ঝড় বইয়ে দিয়েছে। অন্ধ্র থেকে আসা মাছের চালান প্রায় বন্ধ। তাই বাঙালির প্রিয় অনেক মাছই এখন ধরাছোঁয়ার বাইরে। পিটিসি

মানিকতলা বাজারে বৃহস্পতিবার পা রাখতেই বোঝা গেল রবিবারের হুদহুদের প্রভাব কাটার কোনও লক্ষণ  নেই।

বড় কাতলা ২৫০ থেকে বেড়ে আপাতত ৩০০
বড় রুই ২৩০ থেকে বেড়ে ৩০০
বড় ভেটকি ৩০০ থেকে বেড়ে ৪০০
পমফ্রেট ৫০০ থেকে বেড়ে ৬০০
পাবদা ৪০০ থেকে বেড়ে ৫০০

সামনেই দীপাবলী ও ভাইফোঁটা। তাই মাছ বাজারের ভাঁটার টানে বাঙালির কপালে শঙ্কা।

পাশাপাশি গত পাঁচ বছরের মধ্য সব চেয়ে কম মুদ্রাস্ফীতির মধ্যেও বাজারে কোনও জিনিষের দাম না কমায় কিছুটা বিরক্ত মধ্যবিত্ত।

সবমিলিয়ে উত্সবের মরশুমে বাঙালিকে চাপে রেখেছে বাজারদর। যে চাপ থেকে আশু রেহাইয়ের কোনও সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।

 

.