প্রেসিডেন্সি কাণ্ড: নগরপালকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ

প্রেসিডেন্সিকাণ্ডে নগরপাল সুরজিত কর পুরকায়স্থকে  তিন সপ্তাহের মধ্যে বিভাগীয় তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল রাজ্য মানবাধিকার কমিশন। প্রেসিডেন্সিতে হামলার ঘটনায় অমল মুখোপাধ্যায় কমিশনের পেশ করা রিপোর্টের সঙ্গে ফারাক রয়েছে পুলিসের তদন্ত রিপোর্টের। সেকারণই আজ নগরপালকে ডেকে পাঠায় রাজ্য মানবাধিকার কমিশন।

Updated By: Jul 4, 2013, 07:35 PM IST

প্রেসিডেন্সিকাণ্ডে নগরপাল সুরজিত কর পুরকায়স্থকে  তিন সপ্তাহের মধ্যে বিভাগীয় তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল রাজ্য মানবাধিকার কমিশন। প্রেসিডেন্সিতে হামলার ঘটনায় অমল মুখোপাধ্যায় কমিশনের পেশ করা রিপোর্টের সঙ্গে ফারাক রয়েছে পুলিসের তদন্ত রিপোর্টের। সেকারণই আজ নগরপালকে ডেকে পাঠায় রাজ্য মানবাধিকার কমিশন।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনার পর থেকেই তদন্তে পুলিসি অসহযোগিতা তথা নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছিল। এরপরই রাজ্য মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিতভাবে ঘটনার তদন্তের জন্য  প্রেসিডেন্সির প্রাক্তন অধ্যক্ষ অমল মুখোপাধ্যায়কে দায়িত্ব দেয়। পাশাপাশি পুলিসকেও একটি রিপোর্ট জমা দিতে বলে। 
রিপোর্টে পুলিসি নিষ্ক্রিয়তার বিষয়টি উল্লেখ করেন অমল মুখোপাধ্যায়। সেই রিপোর্টের সঙ্গে পুলিসের পাঠানো  তদন্ত রিপোর্টের ফারাক খুঁজে পায় কমিশন। বিষয়টি নজরে আসার পরই অমল মুখোপাধ্যায়ের রিপোর্টটি নগরপাল সুরজিত কর পুরকায়স্থের কাছে পাঠিয়ে দেয় রাজ্য মানবাধিকার কমিশন। রিপোর্টটি পড়ে তাঁকে কমিশনারের সঙ্গে দেখা করতে বলা হয়।
সেইমত বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ রাজ্য মানবাধিকার কমিশনের  দফতরে যান সিপি। এছাড়াও এদিন ডাকা হয়েছিল জোড়াসাঁকো থানার ওসি এবং  ঘটনাস্থলে উপস্থিত পুসিকর্মীদের। নগরপালের সঙ্গে প্রায় একঘণ্টা কথা বলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও অন্য সদস্যরা। জোড়াসাঁকো থানার ওসি এবং ঘটনার দিন উপস্থিত এক এসআইয়ের সঙ্গেও কথা বলে কমিশনের সদস্যরা। এরপরই বিভাগীয় তদন্ত করে  নগরপালকে তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশ করতে নির্দেশ দেয় কমিশন।
তিন সপ্তাহ পরে ফের নগরপালের রিপোর্ট নিয়ে আলোচনায় বসবে কমিশন। রিপোর্ট খতিয়ে দেখে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকেও ডাকবে কমিশন। সেক্ষেত্রে চার সপ্তাহ পর প্রেসিডেন্সির ঘটনা নিয়ে চূড়ান্ত রায় জানাবে রাজ্য মানবাধিকার কমিশন।  
 

.