মদন-হারের ময়নাতদন্তে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব

এবার মদন-হারের ময়নাতদন্তে নামল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কামারহাটিতে কেন হারলেন প্রাক্তন মন্ত্রী মদন মিত্র?  জেলা নেতৃত্বের কাছ থেকে সেই কারণ জানতে চেয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। জবাব তলব করা হয়েছে কামারহাটির স্থানীয় নেতাদের থেকেও। গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই মদন মিত্র হেরেছেন বলে দাবি মদন-অনুগামীদের। পুরসভার চেয়ারম্যান গোপাল সাহার বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ তুলেছেন তাঁরা। গতকাল গোপাল সাহার বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগে বিক্ষোভ দেখায় মদন ঘনিষ্ঠরা। গোপাল সাহার লোকজন আপত্তি জানালে শুরু হয়ে যায় মারামারি। অন্তর্ঘাতের অভিযোগ অস্বীকার করেছেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা।

Updated By: May 23, 2016, 12:31 PM IST
মদন-হারের ময়নাতদন্তে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব

ওয়েব ডেস্ক: এবার মদন-হারের ময়নাতদন্তে নামল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কামারহাটিতে কেন হারলেন প্রাক্তন মন্ত্রী মদন মিত্র?  জেলা নেতৃত্বের কাছ থেকে সেই কারণ জানতে চেয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। জবাব তলব করা হয়েছে কামারহাটির স্থানীয় নেতাদের থেকেও। গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই মদন মিত্র হেরেছেন বলে দাবি মদন-অনুগামীদের। পুরসভার চেয়ারম্যান গোপাল সাহার বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ তুলেছেন তাঁরা। গতকাল গোপাল সাহার বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগে বিক্ষোভ দেখায় মদন ঘনিষ্ঠরা। গোপাল সাহার লোকজন আপত্তি জানালে শুরু হয়ে যায় মারামারি। অন্তর্ঘাতের অভিযোগ অস্বীকার করেছেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা।

.