সুদীপ্তদের ৯ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ

সারদাকাণ্ডে তিন জনের ১৮মে পর্যন্ত পুলিসি হেফাজরের নির্দেশ। দ্বিতীয় দফায় ৯ দিনের জন্য পুলিস হেফাজতে পাঠানো হয়েছে অভিযুক্তদের। সুদীপ্ত সেন, দেবিযানী মুখার্জি ও অরবিন্দ সিং চৌহানের পুলিসি হেফাজতের নির্দেশ দিল বিধাননগর আদালত।

Updated By: May 9, 2013, 11:09 AM IST

সারদাকাণ্ডে তিন জনের ১৮মে পর্যন্ত পুলিসি হেফাজরের নির্দেশ। দ্বিতীয় দফায় ৯ দিনের জন্য পুলিস হেফাজতে পাঠানো হয়েছে অভিযুক্তদের। সুদীপ্ত সেন, দেবিযানী মুখার্জি ও অরবিন্দ সিং চৌহানের পুলিসি হেফাজতের নির্দেশ দিল বিধাননগর আদালত।
পুলিসের তরফে সরকারি আইনজীবী বলেন, গোটা ঘটনায় আরও বিস্তারে জেরা বাকি রয়েছে তিনজনকেই। সেই আবেদনের ভিত্তিতে পুলিস হেফাজত মঞ্জুর করে আদালত। পুলিস চাইছে আরও নতুন কয়েকটি ধারা অভিযুক্তদের বিরুদ্ধে আরোপ করতে। তবে সেই বিষয়ে শুনানি ১৮ তারিখ হবে বলে জানিয়েছে বিচারপতি।
আজই তাদের ফের পেশ করা হয় বিধাননগর মহকুমা আদালতে। তার আগে আজ সকাল সোয়া সাতটা নাগাদই সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়কে নিউটাউন থানা থেকে নিয়ে যাওয়া হয়েছে আদালতে। বিধাননগর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়েছে অরবিন্দ সিং চৌহানকেও।
টানা ১৪দিন পুলিসি জেরায় জেরবার। থানার লক-আপে জেরার মুখে ভেঙে পড়েছেন একাধিকবার। কিন্তু, এ সবের পরেও এতটুকুও কমেনি ধূমপান। থানার লক-আপেই সুদীপ্ত সেনের কাছে পৌঁছে যাচ্ছে দামি ব্র্যান্ডের সিগারেট। এদিন বিক্ষোভ দেখায় বিজেপির সমর্থকেরা।

.