বেপরোয়া গাড়িচালকের হাতে আক্রান্ত পুলিস

ফের বেপরোয়া গাড়িচালকের হাতে আক্রান্ত পুলিস। গতকাল বেলা ৩.৩০ নাগাদ বাইপাস সংলগ্ন অভিসিক্তা মোড়ে ডিউটি করছিলেন গরফা থানার কনস্টেবল রথীন মণ্ডল। বেপরোয়া ভাবে আসা একটি গাড়ির পথরোধ করেন তিনি। গাড়ি থামাতেই তাঁর সঙ্গে চালক বচসা শুরু করেন। কিছুক্ষণ পর তখনকার মত চলে গেলেও পরে বেশ কয়েকজনকে নিয়ে এসে রথীনবাবুকে আক্রমণ করে ওই চালক। মারধর করে রথীনবাবুকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টাও করা হয় বলে অভিযোগ। ঘটনা প্রতিহত করে গরফা থানার পুলিস। ঘটনার জেরে একজনকে আটক করা হয়েছে।

Updated By: Jun 24, 2016, 08:42 AM IST
বেপরোয়া গাড়িচালকের হাতে আক্রান্ত পুলিস

ওয়েব ডেস্ক: ফের বেপরোয়া গাড়িচালকের হাতে আক্রান্ত পুলিস। গতকাল বেলা ৩.৩০ নাগাদ বাইপাস সংলগ্ন অভিসিক্তা মোড়ে ডিউটি করছিলেন গরফা থানার কনস্টেবল রথীন মণ্ডল। বেপরোয়া ভাবে আসা একটি গাড়ির পথরোধ করেন তিনি। গাড়ি থামাতেই তাঁর সঙ্গে চালক বচসা শুরু করেন। কিছুক্ষণ পর তখনকার মত চলে গেলেও পরে বেশ কয়েকজনকে নিয়ে এসে রথীনবাবুকে আক্রমণ করে ওই চালক। মারধর করে রথীনবাবুকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টাও করা হয় বলে অভিযোগ। ঘটনা প্রতিহত করে গরফা থানার পুলিস। ঘটনার জেরে একজনকে আটক করা হয়েছে।

.