Calcutta High Court: এত সম্পত্তি বাড়ল কীভাবে? এবার হাইকোর্টে দিলীপ, শুভেন্দু-সহ ১৭ জনের বিরুদ্ধে মামলা
তালিকায় নাম রয়েছে শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীরও। আগামি সপ্তাহে মামলাটির শুনানি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে।
অর্ণবাংশু নিয়োগী: সম্পত্তির পরিমাণ বাড়ল কী করে? শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ-সহ ১৭ জন বিরোধী নেতার বিরুদ্ধে এবার জনস্বার্থ মামলা দায়ের করা হল হাইকোর্টে। বাদ গেলেন না মহম্মদ সেলিম, তন্ময় ভট্টাচার্য ও আব্দুল মান্নানও। আগামী সপ্তাহে মামলার শুনানি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।
১৭ বনাম ১৯! গত কয়েক বছরে তৃণমূলের ১৯ জন নেতা-মন্ত্রীর বিপুল পরিমাণ সম্পত্তি বৃদ্ধির অভিযোগে মামলা চলছে হাইকোর্টে। শুধু তাই নয়, আদালত ইডিকে মামলায় পক্ষ করার নির্দেশ দেওয়ার পর সাংবাদিক সম্মেলন করেছেন শাসকদলের ছ'জন নেতা-মন্ত্রী। মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, 'পার্থ যা করেছে, তাতে আমরা লজ্জিত। এই পার্থকে আমরা চিনি না। কিন্তু তার মানে এই নয় যে আমরা সবাই চোর। ক্রমাগত আমাদের অপমান করা হচ্ছে'। তাঁর দাবি, 'আমাদের নাকি সম্পত্তি বেড়েছে! আয়কর দফতর স্ক্রুটিনি করতে পারত। আসলে এটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নয়, বরং পলিটিক্যাল ইন্টারেস্ট লিটিগেশন। রোজগার করা তো অন্যায় নয়। সম্পত্তি নিয়ে কোনও তথ্য লুকোইনি। সুযোগ পেলেই অপমান করা হচ্ছে'। হাইকোর্টে ইডি-কে পক্ষ করার নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন রাজ্যের তিন মন্ত্রী।
আরও পড়ুন: CM Mamata Banerjee: 'প্রতিটা ফাইল দেখে সই করুন, পাইলট গাড়ি ব্যবহার নয়', মন্ত্রীদের ফরমান মমতার
ব্যবধান মাত্র ৬ দিনের। এদিন রাজ্যের ১৭ জন বিরোধী দলনেতার সম্পত্তি বৃদ্ধি নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন এক আইনজীবী। ঠিক কত শতাংশ হারে সম্পত্তি বেড়েছে, সে তথ্যও আদালতে পেশ করেছেন তিনি। তালিকায় সবার উপরে নাম শুভেন্দুর অধিকারী। সঙ্গে তাঁর বাবা শিশির অধিকারী, ভাই দিব্যেন্দুও।
কী প্রতিক্রিয়া বিরোধী শিবিরের? এদিন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, 'পুরো বিষয়টি জনসমক্ষে আছে। কিছু মানুষ পশ্চিমবঙ্গের মানুষকে মুর্খ মনে করেছে। এই ধরণের মামলা করে মানুষের দৃষ্টিকে দূরে সরাতে চাইছে, নিজেদের দুর্নীতি ঢাকতে চাইছে'। তাঁর প্রশ্ন, যদি তর্কের খাতিরে ধরেও নেওয়া হয়, এক্ষেত্রে আরও একটি দুর্নীতি হয়েছে এবং বিজেপি দুর্নীতি করেছে। তাহলে কি সেই দুর্নীতি দিয়ে নিজেদের দুর্নীতিকে সমর্থন করানো যায়'? সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'মুখ্যমন্ত্রী তো কদিন আগে বলেছেন, সূর্যবাবু ফাইলটা বার করব? সুজনবাবুদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ১১ বছর ধরে সূর্যবাবুর ফাইলটা দেখিয়েছিলেন তো অনেকবার, খুলতে পারলেন না? সুজনবাবুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হিম্মত আপনার নেই। আপনার আশেপাশে সব কুজনে ভর্তি'।