ফিরছে শারীরশিক্ষা, ব্রাত্য প্রাদেশিক ভাষা
উচ্চমাধ্যমিকে ফিরে আসছে শারীরশিক্ষা। আগামী শিক্ষাবর্ষ থেকে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে, তারা শারীরশিক্ষা বিষয় নিয়ে পড়ার সুযোগ পাবে। তবে শারীরশিক্ষা ফিরলেও আগামী শিক্ষাবর্ষ থেকে বেশকিছু প্রাদেশিক ভাষা পড়ার সুযোগ হারাতে চলেছে ছাত্রছাত্রীরা।
উচ্চমাধ্যমিকে ফিরে আসছে শারীরশিক্ষা। আগামী শিক্ষাবর্ষ থেকে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে, তারা শারীরশিক্ষা বিষয় নিয়ে পড়ার সুযোগ পাবে। তবে শারীরশিক্ষা ফিরলেও আগামী শিক্ষাবর্ষ থেকে বেশকিছু প্রাদেশিক ভাষা পড়ার সুযোগ হারাতে চলেছে ছাত্রছাত্রীরা।
আগে উচ্চমাধ্যমিকে শারীরশিক্ষা নিয়ে পড়ার সুযোগ পেত ছাত্রছাত্রীরা। কিন্তু পরবর্তীকালে তা বন্ধ করে দেওয়া হয়। শারীরশিক্ষা নিয়ে উচ্চশিক্ষার সুযোগ না থাকা ছিল এই সিদ্ধান্তের পিছনে অন্যতম কারণ। কিন্তু এখন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ মনে করছে, ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশের জন্য শারীরশিক্ষা বিষয়টি রাখা প্রয়োজন। আর তাই ২০১৩ শিক্ষাবর্ষে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবেন তারা শারীরশিক্ষা নিয়ে পড়ার সুযোগ পাবে। সেইসঙ্গেই শিক্ষা সংসদ মনে করছে ছাত্রছাত্রীদের সুপ্ত প্রতিভা ফুটিয়ে তুলতে তাদের পারফরমিং আর্টসের বিভিন্ন বিষয় নিয়ে পড়ার সুযোগ দিতে হবে। আর সেই কারণে ২০১৩ সাল থেকে উচ্চমাধ্যমিকে নাচ, নাটক ইত্যাদি নানা বিষয় নিয়ে পড়ার সুযোগ দেওয়া হবে ছাত্রছাত্রীদের। তবে ২০১৩ সাল থেকেই মারাঠি, তেলুগু সহ বেশ কয়েকটি প্রাদেশিকভাষা পড়ার সুযাগ থাকবে না একাদশ শ্রেণীতে।