মহার্ঘ জ্বালানি, কলকাতায় ডিজেল ৯০ ছুঁইছুঁই

গণপরিবহণে প্রভাব পড়ার আশঙ্কা।

Updated By: Jun 4, 2021, 08:46 AM IST
 মহার্ঘ জ্বালানি, কলকাতায় ডিজেল ৯০ ছুঁইছুঁই

নিজস্ব প্রতিবেদন: ফের পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি। আজ কলকাতায় পেট্রোলের দাম বাড়ল লিটারে ২৬ পয়সা। ডিজেলের দাম বাড়ল লিটারে ২৮ পয়সা। আজ কলকাতায় ডিজেলের দাম প্রায় ৯০ টাকা খুঁইখুঁই। ফলে গণ পরিবহনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মাথায় চিন্তার ভাঁজ পড়েছে।

জানা গিয়েছে, আজ দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৯৪.৭৬ টাকা এবং ডিজেল লিটার প্রতি ৮৫.৬৬ টাকা। বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রোল ১০০.৯৮ টাকা/লিটার এবং ডিজেল ৯৩.৯৯ টাকা/লিটার। কলকাতায় আজ পেট্রোলের দাম ৯৪.৭৬ টাকা/লিটার এবং ডিজেল ৮৮.৫১টাকা/লিটার। চেন্নাইয়ে পেট্রোলের দাম ৯৬.২৩/লিটার এবং ডিজেল ৯০.৩৮/লিটার।

আরও পড়ুন: পরিস্থিতি নয়, উপরতলার চাপে 'ভিড়' আনছে CBI, নারদকাণ্ডে হাইকোর্টে কল্যাণ

আরও পড়ুন: 'ঘরছাড়া কর্মীরা, কেএসএ পালিয়েছে,' আর্তি Tathagata-র; এগিয়ে এলেন Chandrima

কলকাতা প্রায় ৯০ খুঁইখুঁই ডিজেলের দাম। ফলে বাস, ট্রাক, লরি-সহ অন্যান্য পরিবহণের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মাথায় চিন্তার ভাঁজ পড়েছে। এই ভাবে চলতে থাকলে গণ পরিবহণে পরিষেবা দেওয়া মুশকিল বলে মনে করছেন তাঁরা। আগেই মুম্বই, ভোপাল ও মধ্যপ্রদেশে পেট্রোলের দাম একশোর গণ্ডি পেরিয়েছে। 

.