হাসপাতালের বেড থেকে উধাও রোগী, ধরা পড়ল না সিসিটিভি-তেও

রোগীর পরিবারের প্রশ্ন এত নিরাপত্তরক্ষী, পুলিসি পাহারা থাকা সত্বেও কী ভাবে একজন ব্যক্তি উধাও হয়ে যেতে পারে!

Updated By: Jun 24, 2019, 06:25 AM IST
হাসপাতালের বেড থেকে উধাও রোগী, ধরা পড়ল না সিসিটিভি-তেও

নিজস্ব প্রতিবেদন: ফের শিরোনামে সরকারি হাসপাতাল। এম আর বাঙ্গুর হাসপাতাল থেকে নিখোঁজ রোগী। ঘটনাটি ঘটেছে শনিবার। শুক্রবার রাতে পেটে ব্যথা নিয়ে হসপিটালে ভর্তি হন বছর ৬০-এর শুক্রবার রাতে পেটে ব্যথা নিয়ে হসপিটালে ভর্তি হন হরি নস্কর। এরপর শনিবার দুপুরের ভিজিটিং আওয়ার্সে তাঁর পরিবারের লোকজন  গিয়ে দেখেন বেডে নেই তিনি ওই ব্যক্তি। 

আরও পড়ুন: আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ এবার বালুরঘাট পুরসভার প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে

এদিনের কর্তব্যরত নার্সরা পরিবারের লোককে জানান, দুপুর থেকেই তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাত ঘটনায় যাদবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন রোগীর পরিবার। তাঁদের প্রশ্ন এত নিরাপত্তরক্ষী, পুলিসি পাহারা থাকা সত্বেও কী ভাবে একজন ব্যক্তি উধাও হয়ে যেতে পারে! এরপর রোগীর পরিবার সিসিটিভ ফুটেজ দেখতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয় যে সিসিটিভি খারাপ কাজেই কিছুই ধরা পড়েনি তাতে। সব মিলিয়ে রোগী নিখোঁজে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার ওপর। 

.