চিকিত্সা্র গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, ফের উত্তেজনা SSKM হাসপাতালে

চিকিত্সা্র গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। ফের উত্তেজনা SSKM- হাসপাতালে।  ভবানীপুরের শম্ভুনাথ রোডের বাসিন্দা আকাশ নায়েক। প্রতিবন্ধী ওই কিশোরকে চিকিত্সার জন্য SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের সদস্য ও আত্মীয়দের অভিযোগ, রোগী পড়ে পড়ে কাতরালেও, ডাক্তারবাবুরা মোবাইল ঘাঁটতেই ব্যস্ত ছিলেন। তাঁর দিকে ফিরেও তাকাননি বা চিকিত্সা করেননি।

Updated By: Sep 6, 2016, 08:38 AM IST
 চিকিত্সা্র গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, ফের উত্তেজনা SSKM হাসপাতালে

ওয়েব ডেস্ক: চিকিত্সা্র গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। ফের উত্তেজনা SSKM- হাসপাতালে।  ভবানীপুরের শম্ভুনাথ রোডের বাসিন্দা আকাশ নায়েক। প্রতিবন্ধী ওই কিশোরকে চিকিত্সার জন্য SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের সদস্য ও আত্মীয়দের অভিযোগ, রোগী পড়ে পড়ে কাতরালেও, ডাক্তারবাবুরা মোবাইল ঘাঁটতেই ব্যস্ত ছিলেন। তাঁর দিকে ফিরেও তাকাননি বা চিকিত্সা করেননি।

আরও পড়ুন জল মানে জীবন হলে সলিলের আবার মৃত্যু হয় নাকি!

তাঁদের অভিযোগ, গুরুত্ব দিয়ে চিকিত্সা  না করাতেই আকাশ নায়েকের মৃত্যু হয়েছে। যদি আকাশকে ভালোভাবে চিকিত্সা করা হতো, তাহলে মৃত্যু হত না তাঁর। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুন  দুর্যোগের ভোগান্তি থেকে আজও রেহাই নেই কলকাতা বা রাজ্যবাসীর

.