প্রেসিডেন্সির উপাচার্য থাকবেন অনুরাধা লোহিয়াই, জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

Updated By: Aug 24, 2015, 08:07 PM IST
প্রেসিডেন্সির উপাচার্য থাকবেন অনুরাধা লোহিয়াই, জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

প্রেসিডেন্সির উপাচার্যের পাশে দাড়ালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জানিয়ে দিলেন, উপাচার্য থাকবেন অনুরাধা লোহিয়াই। ছাত্রছাত্রীদের আন্দোলনকে শিক্ষামন্ত্রী বর্ণনা করলেন বহিরাগতদের

অপসংস্কৃতি হিসাবে। যদিও, এদিনই প্রেসিডেন্সিতে মুখ্যমন্ত্রীর যাওয়া নিয়ে প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি আলতামাস কবীর।

প্রেসিডেন্সিতে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের দিন নিজের গাড়ি ছেড়ে ট্যাক্সিতে করে যেতে হয়েছিল তাঁকে । সমাবর্তনের দিন বিশ্ববিদ্যালয়ের গিয়েছিলেন রাজ্যপালের গাড়ি চড়ে। বেরোনোর সময় হেয়ার স্কুলের

গেট দিয়ে বেরিয়েছিলেন একইভাবে। গত দুদিনে  শিক্ষামন্ত্রীর এই আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু সোমবার এক বেসরকারি কলেজের উদ্বোধন করতে এসে শিক্ষামন্ত্রী বললেন এটাই তাঁর স্ট্র্যাটেজি।
আন্দোলনকারীরা বহিরাগত বলেও দাবি শিক্ষামন্ত্রীর। উপাচার্য যে সরকারের আস্থাভাজন সে কথাও এদিন বুঝিয়ে দিয়েছেন তিনি। তবে প্রেসিডেন্সির আরেক প্রাক্তনী আলতামাস কবির ছাত্রছাত্রীদের

আন্দোলনের ধরনকে যেমন সমর্থন করেননি তেমনই মুখ্যমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে যাওয়াকেও মেনে নিতে পারেননি ।

শিক্ষামন্ত্রী আন্দোলনকারীদের নিয়ে প্রশ্ন তুলেছেন।  কিন্তু কে উপাচার্য থাকবেন তা ঠিক করার অধিকার তাঁর কতটা আছে তা নিয়ে উঠছে পাল্টা প্রশ্ন । তবে আন্দোলনের পদ্ধতি বদলালেও  আন্দোলন

যে থামবে না তা বুঝিয়েদিয়েছেন আন্দোলনকারীরা।

 

.