মমতা বললেন, ওরা আমায় খুন করতে চেয়েছিল

দিল্লিতে বিক্ষোভের মুখে মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী। দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিলের ডাক দিলের রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি। আজ থেকেই আন্দোলন নামতে চলেছে তৃণমূল। জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি করা হবে বলে জানালেন শিল্পমন্ত্রী।

Updated By: Apr 9, 2013, 05:59 PM IST

দিল্লিতে মুখ্যমন্ত্রীর ওপর হামলার জেরে এবার এসএফআই এবং বাম কর্মীদের সরাসরি হুমকি দিলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার ঘটনায় চক্রান্তের অভিযোগ তুললেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, পরিকল্পনামাফিকই এই ঘটনা ঘটিয়েছে রাজ্য এবং দিল্লির বাম নেতৃত্ব।
অন্যদিকে, দিল্লিতে যোজনা কমিশনের অফিসের সামনে তাঁকে খুন করতে চেয়েছিল এসএফআই সমর্থকরা। এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএফআইকে বিক্ষোভ প্রদর্শনের ঘটনাকে অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন তিনি।
দিল্লিতে বিক্ষোভের মুখে মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী। দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিলের ডাক দিলের রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি। আজ থেকেই আন্দোলন নামতে চলেছে তৃণমূল। জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি করা হবে বলে জানালেন শিল্পমন্ত্রী।
ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তর পুলিস হেফাজতে মৃত্যুর প্রতিবাদে তীব্র বিক্ষোভের মুখে পড়েন স্বপার্ষদ মুখ্যমন্ত্রী। আজ যোজনা কমিশনের অফিসের সামনে বিক্ষোভ দেখান এসএফআই সমর্থকেরা। প্রতিবাদের মুখে আটকে পড়ে মুখ্যমন্ত্রীর গাড়ি। এক প্রস্থ হাতাহাতি হয় বিক্ষোভকারীদের সঙ্গে অর্থমন্ত্রী অমিত মিত্ররও। তাৎপর্যপূর্ণ ভাবে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় এরপর `সিপিআইএমকে দেখে নেবেন` বলে হুমকি দিয়েছেন।
এই ঘটনায় দিল্লি পুলিসের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন পার্থ বাবু। তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় জেট স্তরের নিরাপত্তা পান। সেখানে তাঁকে হেনস্থা করা হল কেন? তার জবাব দিতে হবে কেন্দ্রীয় সরকারকেও।"

.