তাঁর নামে ফেক অ্যাকাউন্ট, আসলটা কী করে চিনবেন, জানালেন পার্থ চট্টোপাধ্যায়
"তাঁর বক্তব্যের সঙ্গে আমার ফেসবুকে আমার তথ্য দেওয়া থাকবে। সেটাই আমার বক্তব্য হিসেবে গ্রহণ করবেন।"
নিজস্ব প্রতিবেদন : তাঁর নামে ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছে। বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এর প্রতিবাদে মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে নয়, ফেসবুকেই এর জবাব দিলেন শিক্ষামন্ত্রী। এদিন বিকালে একটি ফেসবুক পোস্ট করেন পার্থ চট্টোপাধ্যায়। যেখানে তিনি লিখেছেন, "আমার নাম দিয়ে কেউ কেউ ফেক অ্যাকাউন্ট খুলেছেন। তাঁর বক্তব্যের সঙ্গে আমার ফেসবুকে আমার তথ্য দেওয়া থাকবে। সেটাই আমার বক্তব্য হিসেবে গ্রহণ করবেন।"
প্রসঙ্গত, করোনার পরিস্থিতির জেরে গত ১৬ মার্চ থেকে রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ১০ জুন পর্যন্ত সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার ঘোষণা করেছে রাজ্য সরকার। পাশাপাশি শিক্ষা দফতর আরও জানিয়েছে, এবছর একাদশ শ্রেণির পরীক্ষার্থীদের দ্বাদশ শ্রেণিতে প্রোমোশন দিয়ে দেওয়া হবে। উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা হবে জুন মাসে। আর কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ১টি করে সেমেস্টার এগিয়ে যাবে। ফাইনাল সেমেস্টারটি হবে।
আরও পড়ুন, করোনা নিয়ে রাজ্যের সঙ্গে রাজনীতি করছে কেন্দ্র, তোপ দাগলেন সুদীপ