ত্রুটিপূর্ণ আবেদনের কারণে পার্থ চট্টোপাধ্যায়ের ডক্টরেট সংক্রান্ত মামলা খারিজ

পার্থ চট্টোপাধ্যায়ের ডক্টরেট সংক্রান্ত মামলা খারিজ কলকাতা হাইকোর্টে। আবেদন ত্রুটিপূর্ণ, তাই খারিজ করা হল মামলা। জানিয়েছেন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর। কোনও ধোঁয়াশা থাকলে পরিষ্কার হওয়া দরকার। তদন্ত করছে বিশ্ববিদ্যালয়। সেকারণে এখনই কোনও নির্দেশ নয়। জানালেন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর।

Updated By: May 13, 2016, 04:06 PM IST
ত্রুটিপূর্ণ আবেদনের কারণে পার্থ চট্টোপাধ্যায়ের ডক্টরেট সংক্রান্ত মামলা খারিজ

ওয়েব ডেস্ক: পার্থ চট্টোপাধ্যায়ের ডক্টরেট সংক্রান্ত মামলা খারিজ কলকাতা হাইকোর্টে। আবেদন ত্রুটিপূর্ণ, তাই খারিজ করা হল মামলা। জানিয়েছেন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর। কোনও ধোঁয়াশা থাকলে পরিষ্কার হওয়া দরকার। তদন্ত করছে বিশ্ববিদ্যালয়। সেকারণে এখনই কোনও নির্দেশ নয়। জানালেন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর।

তিনি জানিয়েছেন, রাজ্য ইতিমধ্যেই তদন্তের জন্য তিন মাস সময় চেয়েছে। সব পক্ষের বক্তব্য শুনে যুক্তিপূর্ণ নির্দেশ দেবে হাইকোর্ট। তারপরও কারও কোনও অভিযোগ থাকলে আদালতের দ্বারস্থ হতেই পারেন। জানিয়েছেন প্রধান বিচারপতি। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে নকল PhD দাখিল করেছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এমনই অভিযোগ করে হাইকোর্টে মামলা দায়ের করেন সৌরভ মণ্ডল।

.