Ichapur Death: সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে মামলার তোড়তোড় শুভ্রজিতের বাবা-মা-র

মৃত্যুর এক বছর পর জানতে পেরেছেন, ছেলে কোভিড পজিটিভ ছিল না।

Updated By: Aug 31, 2021, 06:01 PM IST
 Ichapur Death: সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে মামলার তোড়তোড় শুভ্রজিতের বাবা-মা-র

নিজস্ব প্রতিবেদন: দেখতে দেখতে বছর ঘুরে গিয়েছে। হাইকোর্টে নির্দেশে জানতে পারলেন, ছেলে করোনা আক্রান্ত ছিলেন না। তাহলে কী কারণে মৃত্যু? কেনইবা 'চিকিৎসা' পেলেন না তিনি? ইছাপুরকাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে এবার মামলার তোড়়জোড় শুরু করলেন শুভ্রজিৎ চট্টোপাধ্য়ায়ের বাবা-মা। স্পষ্টতই জানালেন, 'রাজ্য পুলিসের উপর কোনও ভরসা নেই। কেন্দ্রীয় সংস্থার তদন্ত চান'। হাইকোর্টে গিয়ে আইনজীবীদের সঙ্গে দেখাও করেছেন তাঁরা।

ঘটনার সূত্রপাত গত বছরের জুলাই মাসে। গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন ইছাপুরের বাসিন্দা শুভ্রজিৎ চট্টোপাধ্যায়। তাঁকে নিয়ে প্রথমে বেলঘড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে, তারপর সাগর দত্ত মেডিক্যাল কলেজে যান বাবা-মা। শেষপর্যন্ত মা যখন আত্মহত্যার হুমকি দেন, তখন শুভ্রজিৎ-কে ভর্তি নেওয়া হয় কলকাতা মেডিক্যাল কলেজে। যদিও তাঁকে বাঁচানো যায়নি। মৃতের মা-র দাবি, বেলঘড়িয়ার বেসরকারি হাসপাতাল থেকে বলা হয়েছিল, শুভ্রজিৎ করোনা আক্রান্ত। অথচ স্বাস্থ্য দফতরের কাছে কোনও তথ্য ছিল না। তাহলে? বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ করেন পরিবারের লোকেরা। স্রেফ বেলঘড়িয়া থানায় লিখিত অভিযোগ করাই নয়, সুবিচারের আশায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভ্রজিৎ চট্টোপাধ্যায়ের মা। 

আরও পড়ুন: Post Office: ছাদ থেকে পড়ছে জল, ঝুলছে চাঙড়, প্রাণহাতে কাজ চলছে কলকাতার দুই ডাকঘরে

ইছাপুরের শুভ্রজিৎ চট্টোপাধ্যায়ের দেহের ময়নাতদন্তের নির্দেশ দেয় হাইকোর্টে। গতকাল, সেই রিপোর্টেই জানা গেল, তিনি আদৌ করোনা আক্রান্ত ছিলেন না! পরিবারের বক্তব্য, সেদিন তিনটি হাসপাতাল ঘুরতে না হলে বাঁচানো যেত ছেলেটাকে। মৃত্যুর আসল কারণটাইবা কী? ঘটনার সিবিআই তদন্তের দাবিতে এবার হাইকোর্টে মামলা করতে চলেছেন মৃতের বাবা-মা।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.