মেয়ের অন্ত্যেষ্টি শেষেও মিলল না নিরাপত্তার আশ্বাস, রাতে বাড়ি ফিরতে পারলেন না লড়াকু বাবা, মা
রাতে বিমানবন্দর এলাকার বাড়িতে ফিরতে পারলেন না মধ্যমগ্রামকাণ্ডে নির্যাতিতার বাবা-মা। পুলিসের থেকে নিরাপত্তা চেয়েছিলেন। কিন্তু তাঁদের অভিযোগ, নিরাপত্তার আশ্বাস দিতে পারেনি পুলিস। তাই দমদমের বাড়িতে রাতে ফিরতে পারলেন না তাঁরা। অভিযোগ ওই দম্পতির। রাত কাটালেন পরিচিতের বাড়িতে।
রাতে বিমানবন্দর এলাকার বাড়িতে ফিরতে পারলেন না মধ্যমগ্রামকাণ্ডে নির্যাতিতার বাবা-মা। পুলিসের থেকে নিরাপত্তা চেয়েছিলেন। কিন্তু তাঁদের অভিযোগ, নিরাপত্তার আশ্বাস দিতে পারেনি পুলিস। তাই দমদমের বাড়িতে রাতে ফিরতে পারলেন না তাঁরা। অভিযোগ ওই দম্পতির। রাত কাটালেন পরিচিতের বাড়িতে।
বুধবার সারাদিন কেটেছে টানাপো়ড়েনে। মেয়ের মৃতদেহ নিয়ে নিমতলা শ্মশান থেকে সিটু অফিস। সেখান থেকে ফের নিমতলা শ্মশান। মৃত্যুর ২৮ ঘণ্টা পরে শেষকৃত্য সম্পন্ন হয় মধ্যমগ্রামের কিশোরী। এই ঘটনার প্রতিবাদে আজ বামফ্রন্টের পক্ষ থেকে জেলায় জেলায় ধিক্কার কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। নিমতলা শ্মশান থেকে সিটু-র রাজ্য দফতর। বেলা এগারোটা থেকে সেখানেই শায়িত ছিল মধ্যমগ্রামের কিশোরীর মরদেহ। সেখানই শ্রদ্ধা জানালেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র-সহ বাম নেতারা।
দু-দুবার গণধর্ষণের পরে মেয়েটিকে পুড়িয়ে খুনের, নব্বই শতাংশ পোড়া শরীর নিয়ে হাসপাতালে ভর্তি ছিল মেয়েটি। মৃত্যুর পরে পোড়ানোর জন্য মরদেহটা ৩ বার নিয়ে যেতে হল নিমতলা শ্মশানে।