পঞ্চায়েত ভোট হবেই, দাবি মীরার

পঞ্চায়েতের জটিলতা গড়িয়েছে শীর্ষ আদালতে। প্রশ্নের মুখে ভোটের ভবিষ্যৎ। কিন্তু আশা ছাড়তে নারাজ রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। তাঁর বিশ্বাস `ভোট হবেই`। এ দিন বলেন, "পঞ্চায়েত ভোট হবেই। তবে দিন একটু এদিক-ওদিক হতে পারে।" তবে ঠিক কোন আশাতে বুক বাঁধছেন কমিশনার? জবাব দিয়েছেন তিনিই, "শুধু বাহিনীর সমস্যা মেটাতে হবে।"

Updated By: Jun 26, 2013, 11:20 PM IST

পঞ্চায়েতের জটিলতা গড়িয়েছে শীর্ষ আদালতে। প্রশ্নের মুখে ভোটের ভবিষ্যৎ। কিন্তু আশা ছাড়তে নারাজ রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। তাঁর বিশ্বাস `ভোট হবেই`। এ দিন বলেন, "পঞ্চায়েত ভোট হবেই। তবে দিন একটু এদিক-ওদিক হতে পারে।" তবে ঠিক কোন আশাতে বুক বাঁধছেন কমিশনার? জবাব দিয়েছেন তিনিই, "শুধু বাহিনীর সমস্যা মেটাতে হবে।"
রাজ্যের পঞ্চায়েত ভোটের নিরাপত্তা নিয়েও উদ্বগ প্রকাশ করেছেন তিনি। মীরা বলেন, "ভোটারদের নিরাপত্তা দেব কী করে?" মঙ্গলবার পঞ্চায়েত মামলা নিয়ে কলকাতা হাইকোর্টের রায় ঘোষণার আগেই সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছে নির্বাচন কমিশন। এ প্রসঙ্গে মীরা পাণ্ডে বলেন, "২ তারিখ ভোট করতে পারব কি না তা জানতেই শীর্ষ আদালতে গেছি।"
মঙ্গলবার পঞ্চায়েত ভোট নিয়ে স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। বরং পঞ্চায়েত ভোট নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। হাইকোর্টের রায়ের জন্য অপেক্ষা না করে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আজ দুপুর দুটোয় সুপ্রিম কোর্টের বিচারপতি এ কে পট্টনায়েক এবং রঞ্জন গগৈয়ের অবকাশকালীন বেঞ্চে এই মামলার শুনানি হয়।

.