তৃণমূলকে তোপ কংগ্রেসের
পঞ্চায়েত পরিচালনা আমলাদের হাতে তুলে দেওয়ার চেষ্টার বিরুদ্ধে রীতিমত জিহাদ ঘোষণা করল কংগ্রেস। পঞ্চায়েতিরাজ সম্মেলনের মঞ্চ থেকে কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ কখনোই মেনে নেওয়া হবে না।
পঞ্চায়েত পরিচালনা আমলাদের হাতে তুলে দেওয়ার চেষ্টার বিরুদ্ধে রীতিমত জিহাদ ঘোষণা করল কংগ্রেস। পঞ্চায়েতিরাজ সম্মেলনের মঞ্চ থেকে কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ কখনোই মেনে নেওয়া হবে না। একইসঙ্গে প্রদেশ নেতৃত্বের আশঙ্কা আগামী বছরই হয়ে যেতে পারে পঞ্চায়েত নির্বাচন। মুখ্যমন্ত্রী চান জনপ্রতিনিধিদের দায়িত্ব কিছুটা কমিয়ে পঞ্চায়েত পরিচালন ব্যবস্থায় আমলাদের বাড়তি দায়িত্ব দিতে। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের তীব্র বিরোধিতা করল কংগ্রেস। পঞ্চায়েত ব্যবস্থাকে কোন দৃষ্টিভঙ্গিতে তাঁরা দেখেন সেই ব্যাখ্যা উঠে আসে প্রণব মুখোপাধ্যায়ের বক্তব্যে। মুখ্যমন্ত্রীর এই ভাবনার সঙ্গে কোথায় তাঁদের বিরোধ স্পষ্ট বুঝিয়ে দেন প্রদীপ ভট্টাচার্য। একইসঙ্গে তাঁর আশঙ্কা এগিয়ে আনা হতে পারে ভোট। গত ছমাস ধরে কেমন ভাবে চলছে পঞ্চায়েত? কেন্দ্রীয়মন্ত্রী জয়রাম রমেশ থেকে মানস ভুঁইঞা প্রত্যেকের গলায় অসন্তোষ স্পষ্ট। এবার আর শুধু অসন্তোষ নয় সরাসরি তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ অধীর চৌধুরীর বক্তব্যে। এরই পাশাপাশি কিন্তু এককভাবে লড়াইয়েরও প্রস্তুতি শুরু করে দিল কংগ্রেস।