নির্বাচন এগিয়ে আনার প্রস্তাব পঞ্চায়েত দফতরের
রাজ্য নির্বাচন কমিশনকে জানুয়ারি মাসের শেষে এরাজ্যে পঞ্চায়েত ভোট করার প্রস্তাব দিল পঞ্চায়েত দফতর। আইনশৃঙ্খলার কারণে তিনদফায় ভোট করার প্রস্তাব দেওয়া হয়েছে।
Updated By: Sep 5, 2012, 11:01 PM IST
রাজ্য নির্বাচন কমিশনকে জানুয়ারি মাসের শেষে এরাজ্যে পঞ্চায়েত ভোট করার প্রস্তাব দিল পঞ্চায়েত দফতর। আইনশৃঙ্খলার কারণে তিনদফায় ভোট করার প্রস্তাব দেওয়া হয়েছে।
ভোট কবে করা যেতে পারে দু`মাস আগে তা জানতে চেয়েছিল নির্বাচন কমিশন। তারই জবাবে বুধবার এই প্রস্তাব পাঠিয়েছে পঞ্চায়েত দফতর। তবে এবিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশনই। নির্ধারিত সময় অনুযায়ী আগামী বছর মে মাসে রাজ্যে পঞ্চায়েত ভোট হওয়ার কথা। ভোটপর্ব চারমাস এগিয়ে আনার প্রস্তাব দিয়েছে পঞ্চায়েত দফতর। এখন দেখার, পঞ্চায়েত দফতরের এই প্রস্তাবে কতটা সায় দেয় নির্বাচন কমিশন।