Metro Dairy: বুধে কংগ্রেস আইনজীবীদের বিক্ষোভ, লক্ষ্মীবারে হাইকোর্টের 'রাস্তা এড়ালেন' চিদম্বরম

'গো ব্যাক' লেখা প্ল্যাকার্ড নিয়ে হাইকোর্টে চিদম্বরমের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল কংগ্রেস (Congress)

Updated By: May 5, 2022, 06:45 PM IST
Metro Dairy: বুধে কংগ্রেস আইনজীবীদের বিক্ষোভ, লক্ষ্মীবারে হাইকোর্টের 'রাস্তা এড়ালেন' চিদম্বরম

নিজস্ব প্রতিবেদন: মেট্রো ডেয়ারি (Metro Dairy) মামলায় রাজ্যের হয়ে লড়তে বুধবার কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন পি চিদম্বরম (P Chidambaram)। সেখানে কংগ্রেসপন্থী আইনজীবীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। বৃহস্পতিবার আর সশরীরে আদালতে হাজির হলেন না চিদম্বরম। বরং ভার্চুয়ালি শুনানিতে অংশ নিলেন পি চিদম্বরম (P Chidambaram)।

বুধবার প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি অধীর চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) বিরুদ্ধে সওয়াল করতে আদালতে হাজির হন আরও এক কংগ্রেস নেতা চিদম্বরম (P Chidambaram)। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান কংগ্রেসপন্থী (Congress) আইনজীবীরা। তৃণমূলের হয়ে মামলা লড়ার কারণে বিক্ষোভের মুখে পড়েন তিনি। তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান এক মহিলা আইনজীবী। গায়ের কালো কোর্ট খুলে চিদম্বরমের (P Chidambaram)  পিছনে তাড়া করেন ওই আইনজীবী। বৃহস্পতিবারও কংগ্রেস নেতার বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন প্রদেশ কংগ্রেসের নেতারা। 'গো ব্যাক' লেখা প্ল্যাকার্ড নিয়ে হাইকোর্টের সূর্যসেন মূর্তির সামনে বিক্ষোভ দেখান তাঁরা।

মেট্রো ডায়েরি শেয়ার বিক্রিতে অস্বচ্ছতার অভিযোগ তুলেছেন অধীররঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chowdhury)। বুধবার এই মামলার নথি তলব করল কলকাতা হাইকোর্ট। ১৬ মে'র মধ্যে রাজ্যকে সব নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.