ফেসবুকে আজ খোদ সূর্য ভাইরাল

ভোটে একদিকে যখন রামধনু জোট নজর কাড়ছে, আকাশে তখন নজর কাড়ল সূর্যের চারদিকে রামধনু বলয় । বৃষ্টির পর বর্ষার মেঘলা আকাশে রামধনুর রঙের খেলা নয় । প্রবল গরমে মানুষ যখন পুড়ছে, লু-এর দাপটে রাস্তায় বেরলেই যখন নাকমুখ জ্বলে যাচ্ছে, তখনই এক অদ্ভুত খেল দেখাল প্রকৃতি । তপ্ত গনগনে সূর্যের চারদিকে দেখা গেল একটা আশ্চর্য বলয়। বিজ্ঞানের পরিভাষায় যাকে বলে সোলার হ্যালো ।

Updated By: Apr 30, 2016, 06:42 PM IST
ফেসবুকে আজ খোদ সূর্য ভাইরাল

ওয়েব ডেস্ক : ভোটে একদিকে যখন রামধনু জোট নজর কাড়ছে, আকাশে তখন নজর কাড়ল সূর্যের চারদিকে রামধনু বলয় । বৃষ্টির পর বর্ষার মেঘলা আকাশে রামধনুর রঙের খেলা নয় । প্রবল গরমে মানুষ যখন পুড়ছে, লু-এর দাপটে রাস্তায় বেরলেই যখন নাকমুখ জ্বলে যাচ্ছে, তখনই এক অদ্ভুত খেল দেখাল প্রকৃতি । তপ্ত গনগনে সূর্যের চারদিকে দেখা গেল একটা আশ্চর্য বলয়। বিজ্ঞানের পরিভাষায় যাকে বলে সোলার হ্যালো ।

ভোটের দিনে সবার নজরই তখন টিভি সেটের দিকে । ভোটে কোথায় কী হামলা হল, কত ভোট পড়ল, চলছে সেই হিসেব-নিকেশ । মিডিয়া হাউসগুলো ব্যস্ত ভোট কভারেজে । এমন সময়ই কিছু ফোন আসতে শুরু করল । তবে, কোনও ভোট খবরের ফোন সেগুলি নয়। সূর্যের চারদিকে নাকি আশ্চর্য বলয় দেখা যাচ্ছে! কাজ ফেলে প্রায় সবাই ছোটে সেই বিরল দৃশ্য ক্যামেরাবন্দি করতে। কিছুক্ষণের মধ্যেই ফেসবুক, টুইটারে ট্রেন্ডিং হয়ে যায় সান রেইনবোশুরু হয়ে যায়। শুরু হয়ে যায় সেই ছবি আপলোড। ভোটের দিনের ব্যস্ততার মধ্যেই অনেকটা সময় সবার কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় সোলার হ্যালো।

.