পদ্মার ইলিশ কিনলে পেঁয়াজ ফ্রি, জম্পেশ বিজ্ঞাপনে লাফিয়ে বাড়ল বিক্রি

পেঁয়াজের টানেই বহু খরিদ্দার আসছেন তাঁর দোকানে।  ১৩০০ টাকা কেজির ইলিশ বিক্রি হচ্ছে আগের থেকে অনেক দ্রুত

Updated By: Dec 11, 2019, 11:37 AM IST
পদ্মার ইলিশ কিনলে পেঁয়াজ ফ্রি, জম্পেশ বিজ্ঞাপনে লাফিয়ে বাড়ল বিক্রি

নিজস্ব প্রতিবেদন: কুলীন ইলিশ বিক্রি করতে জম্পেশ বুদ্ধি খাটিয়েছেন চারু মার্কেটের এক ব্যবসায়ী।  পেঁয়াজের অগ্নিমূল্যই এখন তাঁর হাতিয়ার। বোর্ড টাঙিয়ে দিয়েছেন, একটা পদ্মার ইলিশ কিনলেই ১ কিলো পেঁয়াজ একেবারে বিনামূল্যে।

আরও পড়ুন-তিন মাস ধরে জিএসটি-তে রাজ্যের ভাগ ২২০০ কোটি আটকে রেখেছে কেন্দ্র: অমিত 

দিনে গড়ে ২-৩টে পদ্মার ইলিশ বিক্রি করেন চারু মার্কেটের ব্যবসায়ী বাবু বর।  ইলিশ বিক্রি বাড়াতে তাঁর ওই বিজ্ঞাপনেই কাজ হয়েছে।  এক ধাক্কায় বিক্রি বেড়ে গিয়েছে কয়েকগুণ। পেঁয়াজের টানেই বহু খরিদ্দার আসছেন তাঁর দোকানে।  ১৩০০ টাকা কেজির ইলিশ বিক্রি হচ্ছে আগের থেকে অনেক দ্রুত।

বাবু বর বলেন, বাবার হাত ধরেই মাছ ব্যবসায় এসেছি। কিছুদিন ধরেই দেখছি পেঁয়াজের দাম নিয়ে চলেছে বিস্তর গোলমাল। দিন দিন তা বেড়েই চলেছে। কিছু একটা করতে হবে ভেবে দোকানে ওই বিজ্ঞাপন দিন। লিখে দিই, একটা পদ্মার ইলিশ কিনলে পাবেন ১ কেজি ভালো মানের পেঁয়াজ। রবিবার ওই বোর্ড লাগিয়ে দেওয়ার পর খরিদ্দারের সংখ্যা একলাফে অনেকটাই বেড়েছে।  ইলিশ ১৩০০ টাকা কেজি হলেও খরিদ্দার আসা দেখে বুঝতে পারছি টোটকা কাজে লেগেছে।

আরও পড়ুন-নাগরিকত্ব সংশোধনী বিল পাসে রাজ্যসভায় ম্যাজিক সংখ্যা জোগাড় বিজেপির    

কতটা বেড়েছে ইলিশের বিক্রি?  পেঁয়াজের টানে কি মানুষ আসছেন? বাবু বর জানালেন, চারু মার্কেটের কাছে পোস্ট অফিসার কাছে বেশ কয়েকটি জায়গায় বিজ্ঞাপন দিয়েছিলাম। তার পরেই বিক্রি অনেকটাই বেড়ে গিয়েছে। রবি থেকে মঙ্গল এই ৩ দিনে পদ্মার ইলিশ বিক্রি করেছি ৪০টি। আর ৪০ কেজি পেঁয়াজ দিয়েছি বিনামূল্যে।

.