Containment Zones In Kolkata: কলকাতায় কমল কনটেইনমেন্ট জোন, উদ্বেগ বাড়াচ্ছে আবাসনগুলি

থানা হিসেবে ধরলে লেক থানায় সর্বোচ্চ ৭টি কনটেনমেন্ট জোন ও হরিদেবপুর(Haridevpur) থানায় রয়েছে ৫টি কনটেইনমেন্ট জোন

Updated By: Jan 19, 2022, 09:00 PM IST
Containment Zones In Kolkata: কলকাতায় কমল কনটেইনমেন্ট জোন, উদ্বেগ বাড়াচ্ছে আবাসনগুলি

নিজস্ব প্রতিবেদন: সোমবারের তুলনায় মঙ্গলবার শহর কলকাতায় কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। পাশাপাশি কমল শহরে কনটেইনমেন্ট জোনের সংখ্যা। কলকাতায় কনটেইনমেন্ট জোনের সংখ্যা ৩৩ থেকে কমে হল ২৯। এই হিসেব বুধবারের। তবে উদ্বেগ বাড়াচ্ছে আবাসনগুলি। এনিয়ে আগামিকাল জরুরি বৈঠকে বসছে পুরসভা।

কলকাতা(Kolkata) শহরের শুধুমাত্র ১০ নম্বর বরোতেই কনটেইনমেন্ট জোনের সংখ্যা ১২। এর মধ্যে রয়েছে ৮১, ৯২, ৯৩, ৯৬ ও ৯৮ নম্বর ওয়ার্ড। এছাড়া ১৬ নম্বর বরোতে ৫টি ও ৩ নম্বর বরোতে রয়েছে ৪টি কনটেইনমেন্ট জোন।

ওয়ার্ড ভিত্তিক হিসেব করলে সবচেয়ে বেশি কনটেইনমেন্ট জোন(Containment zone) রয়েছে যোধপুর পার্কের ৯৩ নম্বর ওয়ার্ডে। সেখানে রয়েছে ৬টি কনটেইনমেন্ট জোন। এর পরেই রয়েছে ১৪৪ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে রয়েছে ৫টি কনটেইনমেন্ট জোন।

থানা হিসেবে ধরলে লেক থানায় সর্বোচ্চ ৭টি কনটেইনমেন্ট জোন ও হরিদেবপুর(Haridevpur) থানায় রয়েছে ৫টি কনটেইনমেন্ট জোন। তবে পুরসভা সূত্রে খবর শহরে কনটেইনমেন্ট জোনের সংখ্যা কমলেও উদ্বেগ বাড়াচ্ছে আবাসনগুলি। এনিয়ে বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসছে পুরসভা।

আরও পড়ুন-গত ২৪ ঘণ্টায় রাজ্যে কমল পজিটিভিটি রেট, বাড়ল করোনা আক্রান্তের সংখ্য়া

শহরে করোনা সংক্রমণ উদ্বেগ বাড়ালেও টিকা দেওয়ার কাজ চলছে জোরকদমে। ডেপুটি মেয়র অতীন ঘোষ(Atin Ghosh) জানান, এখনও পর্যন্ত বুস্টার ডোজ(Booster Dose) দেওয়া হয়েছে ৪৮ হাজার ৬৪০ জনকে। অন্যদিকে, ১৫-১৮ বছর বয়সীদের ৮৮ হাজার ২৪৫ জনকে টিকা দেওয়া হয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.