এনআরএসের জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে মামলা রুজু এন্টালি থানায়

এনআরএসের জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে মামলা রুজু, মৃতের পরিবারের পক্ষ থেকে জোড়া অভিযোগ দায়ের।  

Updated By: Jun 12, 2019, 11:39 AM IST
এনআরএসের জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে মামলা রুজু এন্টালি থানায়

নিজস্ব প্রতিবেদন: এনআরএসের জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে মামলা রুজু করল মৃতের পরিবার। এন্টালি থানায় তাঁদের বিরুদ্ধে জোড়া এফআই। অভিযোগ মৃতের এক প্রতিবেশীকে রাস্তায় ফেলে মারা হয়েছে। পাশাপাশি ওই জুনিয়ার ডাক্তারদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন এক চিত্রসাংবাদিকও। তবে এখনও নিজেদের দাবিতে অনড় তাঁরা। 

আরও পড়ুন: রাজ্যজুড়ে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে আজ বিজেপির লালবাজার অভিযান

সোমবার মধ্যরাতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁধে কলকাতার নীলরতন সরকার হাসপাতালে। রোগীর পরিবারের তরফে একাধিক অভিযোগ তোলা হয় চিকিৎসকদের বিরুদ্ধে। এরপর দুই দলের বচসা এবং ইট বৃষ্টিতে মাথা ফেটে যায় পরিবহ মুখোপাধ্যায় নামে এক ইন্টার্নের। সূত্রের খবর, এক ট্রাক বোঝাই লোক এসে বেধড়ক মারধর করে জুনিয়র চিকিৎসকদের। এরপরেই প্রতিবাদে গর্জে ওঠে চিকিৎসক মহল। কর্মবিরতির ঘোষণা করেন রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের সমস্ত ইন্টার্নরা। তাঁদের সমর্থন জানান সমস্ত চিকিৎসকরা। বুধবার রাজ্যের সমস্ত হাসপাতালে ১২ ঘণ্টার ধর্মঘটে নামেন তাঁরা। তোলপাড় গোটা রাজ্য। স্তব্ধ চিকিৎসা পরিষেবা।

Tags:
.