গণ-ছুটি বিতর্কে ১২২ জনকে শোকজ

এনআরএসে গণ-ছুটি বিতর্কে ১২২ জন ইন্টার্নকে শোকজ করল হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার তদন্তে প্রিন্সিপালের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। একসঙ্গে চিঠি লিখে শোকজের জবাব দিয়েছেন ইন্টার্নরা। কিন্তু, এক চিঠিতে নয় পৃথক পৃথকভাবে ১২২ জনকে শোকজের জবাব দিতে নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আপাতত প্রত্যেকে পৃথকভাবে উত্তর দিচ্ছেন। সকলের উত্তর হাতে পাওয়ার পর স্বাস্থ্য দফতরের কাছে রিপোর্ট জমা দেবে হাসপাতাল কর্তৃপক্ষ।

Updated By: Mar 18, 2013, 09:41 PM IST

এনআরএসে গণ-ছুটি বিতর্কে ১২২ জন ইন্টার্নকে শোকজ করল হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার তদন্তে প্রিন্সিপালের নেতৃত্বে তিন সদস্যের  কমিটি গঠন করা হয়েছে।
একসঙ্গে চিঠি লিখে শোকজের জবাব দিয়েছেন ইন্টার্নরা। কিন্তু, এক চিঠিতে নয় পৃথক পৃথকভাবে ১২২ জনকে শোকজের জবাব দিতে নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আপাতত প্রত্যেকে পৃথকভাবে উত্তর দিচ্ছেন। সকলের উত্তর হাতে পাওয়ার পর স্বাস্থ্য দফতরের কাছে রিপোর্ট জমা দেবে হাসপাতাল কর্তৃপক্ষ।
এর আগে, এই ঘটনায়  ইন্টার্নদের আড়াল করার চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ। ইন্টার্নদের পক্ষে সাফাই দিয়েছেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ শ্রীকান্ত পুরকায়েত জানান, ইন্টার্নরা ডাক্তার নন। তাঁদের রেজিস্ট্রেশন নেই। তাই চিকিত্সার অধিকারও নেই। সেকারণে ইন্টার্নদের ছুটি দেওয়া বা না দেওয়া নিয়ে, তাঁর কোনও দায় নেই বলে দাবি করেছিলেন অধ্যক্ষ। 

.